২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

দেড় বছরের শিশুকে ৪ তলা ছাদ থেকে ছুঁড়ে ফেলে হত্যা

দেড় বছরের শিশুকে ৪ তলা ছাদ থেকে ছুঁড়ে ফেলে হত্যা - ছবি : সংগৃহীত

ফতুল্লা নন্দলালপুরে বাড়ির ৪র্থ তলার ছাদ থেকে দেড় বছরের শিশু আশফাক জামান জাহিন ছুঁড়ে ফেলে হত্যা করেছে মা। সোমবার রাত ১০টার দিকে পুলিশ ওই শিশুর মা রোকসানা করে গ্রেফতার করছে। তবে নিহতের স্বজনদের বরাত দিয়ে পুলিশ বলছে রোকসানা মানসিক ভারসাম্যহীন।

সোমবার দুপুরে এ ঘটনার পর শিশুটিকে আহতবস্থায় প্রথমে স্থানীয় পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। এ ঘটনায় সোমবার রাতে ফতুল্লা মডেল থানায় নিহত শিশুর বাবা নুরুজ্জামান এজাহার দিয়েছে।

স্থানীয় সূত্র জানায়, ১৪ বছর আগে নুরুজ্জামানের সাথে বিয়ে হয়েছিল রোকসানার। ফতুল্লায় নন্দলালপুরের আমান উল্লাহর বাড়িতে তিন বছর যাবৎ স্বামীসহ তিন সন্তানকে নিয়ে ভাড়া থাকে সে। বিয়ের পর ভালোভাবেই সংসার করছিল রোকসানা। কিন্তু বিগত ৪/৫ বছর যাবৎ সে মানষিক ভারসাম্য হারিয়ে ফেলে রোকসানা।
সংসারের বড় মেয়েকে এর আগে তিনি হত্যা করতে চেয়েছিলেন বলেও জানায় তার স্বজনরা।

সোমবার দুপুরে রোকসানা তার দেড় বছরের শিশু আশফাক জামানকে নিয়ে বাড়ির ছাদে যান। এরপর তিনি তার শিশু সন্তানকে ছাদ থেকে ছুঁড়ে ফেলে দেন। মারাত্মক আহত শিশুটিকে প্রথমে পাগলা বাজারস্থ একটি হাসপাতালে নেয়া হয়। পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত বলে ঘোষনা করে।

রোকসানা বেগম কুমিল্লা জেলার বুড়িচং থানার আরাগ আনন্দপুর এলাকার এলাকার গোলাম মোস্তফার মেয়ে বলে জানা গেছে।

নিহত শিশুর বাবা নুরুজ্জামান মারুফ বলেন,তার স্ত্রী অনেক দিন যাবৎ মানসিক ভারসাম্যহীন। সোমবার দুপুরে তিনি তার বড় মেয়ে অর্পার মোবাইল ফোন পেয়ে পাগলাবাজার পপুলার হাসপাতালে ছুটে আসি। এরপর জাহিনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন জানান, চারতলা বাড়ির ছাদ থেকে শিশু জাহিনকে তার মা রোকসানা আক্তার ফেলে দেন।সোমবার সন্ধ্যার সময় বিষয়টি জানতে পেরে পুলিশ অভিযুক্ত রোকসানাকে গ্রেফতার করেছে।

ওসি আসলাম হোসেন আরও জানান, রোকসানা আক্তার মানসিক ভারসাম্যহীন রোগী বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে আইনের কাছে সবাই সমান। এক্ষেত্রে ছাড় দেয়ার সুযোগ নেই। এ ঘটনায় নিহত শিশু জাহিনের বাবা হত্যা মামলা দায়ের করার সিদ্ধান্ত নিয়েছেন। সেই মোতাবেক মামলার প্রক্রিয়া চলছে।


আরো সংবাদ



premium cement
কুলাউড়ায় ‍বৃদ্ধ নারীর লাশ উদ্বার সাংবাদিক নূরুল কবিরকে বিমানবন্দরে হয়রানি : জামায়াতের উদ্বেগ সরিষাবাড়িতে বন্ধ পাটকল চালুর দাবিতে মানববন্ধন পবিপ্রবিতে রাতভর র‌্যাগিংয়ে হাসপাতালে ৩ শিক্ষার্থী, বহিষ্কার ৭ ভালুকায় মহাসড়কের পাশ থেকে যুবকের লাশ উদ্ধার ‘ইসলামী সমাজ ব্যবস্থার মূলমন্ত্র বৈষম্যমুক্ত’ সম্পাদক নূরুল কবিরকে হয়রানির ঘটনায় তদন্ত শুরু আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলায় শ্রমিক লীগের সাবেক সভাপতি গ্রেফতার ফেনীতে ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ দু’জনকে জামায়াতের আর্থিক সহায়তা চকরিয়ায় ডাম্পারের সাথে সংঘর্ষে মোটরসাইকেলআরোহী নিহত কুবিতে নৈশপ্রহরী-কর্মচারীদের শীতবস্ত্র উপহার শিবিরের

সকল