সদরঘাটে লঞ্চের ধাক্কায় নৌকাডুবি, ৩ যাত্রী নিখোঁজ
- নয়া দিগন্ত অনলাইন
- ০৬ অক্টোবর ২০১৯, ২২:১৩, আপডেট: ০৬ অক্টোবর ২০১৯, ২২:১৬
ঢাকার সদরঘাট টার্মিনাল এলাকায় লঞ্চের ধাক্কায় যাত্রীবাহী নৌকা ডুবে তিন যাত্রী নিখোঁজ হয়েছেন।
রবিবার রাত সোয়া ৮টার দিকে এমভি সুন্দরবন-৯ লঞ্চের ধাক্কায় যাত্রীবাহী নৌকা ডুবে যায়।
সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম ভূইয়া ও দক্ষিণ কেরাণীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জামান জানান, ছয়জন যাত্রী নিয়ে একটি ডিঙ্গি নৌকা বুড়িগঙ্গা নদী পার হতে গেলে এমভি সুন্দরবন-৯ লঞ্চটি পেছনের দিকে বাড়ালে লঞ্চের নিচে নৌকাটি ডুবে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, এ সময় তিন যাত্রী সাঁতরে নদীর তীরে উঠতে পারলেও অন্যরা নিখোঁজ থাকে। তাদের উদ্ধার করতে সদরঘাট ও সদরঘাট নৌ ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের ডুবুরিরা চেষ্টা করছে।
তাৎক্ষণিকভাবে নিখোঁজ তিনজনের নাম ঠিকানা জানাতে পারেনি সংশ্লিষ্ট কর্মকর্তারা। সূত্র : ইউএনবি
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা