টঙ্গীতে পঞ্চম শ্রেণীর ছাত্র নিখোঁজ
- টঙ্গী সংবাদদাতা
- ১৩ সেপ্টেম্বর ২০১৯, ২১:১২
টঙ্গীতে খোঁজ মিলছে না পঞ্চম শ্রেণীর স্কুল ছাত্র নিরব হোসেন জয়ের (১২)। গত ২৮ আগস্ট রাত ৯টায় দোকানে যাওয়ার কথা বলে সে নিখোঁজ হয়। নিরব টঙ্গীর পাগাড় টি আলী কিন্ডারগার্টেন স্কুলের ৫ম শ্রেণীর ছাত্র। নিরবদের পরিবার টঙ্গী বিসিক ফকির মার্কেট এলাকার হাজী সাইদুর রহমানের বাড়িতে ভাড়া থাকে।
নিরবের বাবা রিকশা চালক শহীদ মিয়া জানান, গত ২৮ আগস্ট রাত ৯টায় নিরবকে পাশের দোকানে পাঠানো হয়। এরপর থেকে সে আর বাসায় ফিরে আসেনি। বহু খোঁজাখুজি করেও তাকে কোথাও পাওয়া যাচ্ছে না।
এব্যাপারে নিরবের শারীরিক বর্ণনা দিয়ে গত ৩১ আগস্ট টঙ্গী পূর্ব থানায় একটি সাধারণ ডায়েরী (নং১১৭০) করা হয়েছে।
নিরবের গায়ের রং কালো, মুখমন্ডল গোলাকৃতি, তার উচ্চতা প্রায় চার ফিট দশ ইঞ্চি, মাথার চুল কালো, শারীরিক গঠন হ্যাংলাপাতলা। বাসা থেকে বেরিয়ে যাওয়ার সময় তার পরণে ছিল আকাশী রঙের গেঞ্জি ও কালো প্যান্ট। তাদের গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার নান্দাইল থানার পলাশিয়া গ্রামে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা