০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১, ৭ রজব ১৪৪৬
`

রীমা ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

রীমা ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার - ছবি : নয়া দিগন্ত

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় স্কুল ছাত্রী স্মৃতি আক্তার রীমাকে (১৫) ধর্ষণের পর হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার বিকেলে কিশোরগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করে পাকুন্দিয়া থানা পুলিশ। সে পাকুন্দিয়া উপজেলার চরফরাদী গ্রামের খুরশিদ মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, রোববার বিকেলে মামলার তদন্তকারী কর্মকর্তা পাকুন্দিয়া থানার ওসি (তদন্ত) এসএম শফিকুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ বিশেষ অভিযান চালিয়ে কিশোরগঞ্জের জেলা স্মরণী মোড় এলাকা থেকে জাহিদকে গ্রেপ্তার করে। সে স্কুল ছাত্রী স্মৃতি আক্তার রীমা ধর্ষণ ও হত্যা মামলার এজাহারভুক্ত এক নম্বর আসামী।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসএম শফিকুল ইসলাম জাহিদকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, বিকেলে বিশেষ অভিযান চালিয়ে কিশোরগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। থানা হেফাজতে রেখে তাকে স্কুল ছাত্রী রীমা ধর্ষণ ও হত্যার প্রকৃত ঘটনা উদঘাটনের জন্য জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

উল্লেখ্য, গত ১৬জুলাই (মঙ্গলবার) বিকেলে মায়ের সাথে অসুস্থ নানীকে দেখতে পাকুন্দিয়া উপজেলার গাংধোয়ারচর গ্রামে নানার বাড়িতে আসে রীমা। ১৮জুলাই বৃহস্পতিবার নানার বাড়ির পশ্চিম পাশে পুকুর পাড়ে একটি বরই গাছের ডালে ঝুলন্ত রীমার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় রীমার মা আঙ্গুরা খাতুন ১৯জুলাই শুক্রবার রাতে বাদী হয়ে চরফরাদী গ্রামের খুরশিদ মিয়ার ছেলে জাহিদ মিয়া, রুবেল মিয়ার ছেলে পিয়াস মিয়া, ফারুক মিয়ার ছেলে রুমান মিয়া ও কফুল উদ্দিনের ছেলে রাজু মিয়ার নাম উল্লেখ করে অজ্ঞাত আরও পাঁচ-ছয়জনকে আসামি করে পাকুন্দিয়া থানায় একটি মামলা দায়ের করেন।

সস্কৃতি আক্তার রীমা পাশবর্তী হোসেনপুর উপজেলার জামাইল গ্রামের মৃত আবুল হোসেনের মেয়ে। সে হোসেনপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণীতে পড়ালেখা করতো।


আরো সংবাদ



premium cement
নৌ-বিমান দুর্ঘটনায় অস্ট্রেলিয়ায় নিহত ৩ ফেনীতে মিথ্যা মামলার বাদি-সাক্ষীর বিরুদ্ধে বিচারকের মামলা হাসিনার ভিসার মেয়াদ বাড়ানোকে জনগণ ইতিবাচকভাবে নেয়নি : রিজভী টিউলিপকে প্রশ্ন করায় ব্যারিস্টার আরমানের বাড়িতে অভিযান সরিষাবাড়ীতে ট্রেন-ট্রাক দুর্ঘটনায় আহত ৩, ক্ষতির পরিমাণ অর্ধ কোটি টাকা চীনের তিব্বতে হতাহতের ঘটনায় জামায়াতের শোকবাণী রংপুরে আন্দোলনে গুলি চালানোর মামলায় প্রধান শিক্ষক গ্রেফতার সাভারে বিপিএটিসির স্কুল অ্যান্ড কলেজ শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ কানাডাকে অন্তর্ভুক্ত করে যুক্তরাষ্ট্রের মানচিত্র প্রকাশ ট্রাম্পের পুঠিয়ায় শীর্ষ সন্ত্রাসী সেলিম গ্রেফতার ৪ আরব দেশের ভূখণ্ডকে অন্তর্ভুক্ত করে ইসরাইলের মানচিত্র প্রকাশ

সকল