২৫ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১, ২২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ফরিদপুরে ঝগড়া থামাতে গিয়ে ভাতিজার হাতে চাচী খুন

- নয়া দিগন্ত

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার পাচুরিয়া ইউনিয়নের ধনজুড়ি গ্রামে ভাতিজা ফজর সেকের (৩৫) হাতে চাচী লিলি বেগম (৫৫) খুন হয়েছেন। বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটার দিকে এই ঘটনা ঘটে। নিহত লিলি বেগম ওই গ্রামের আকরাম শেখের স্ত্রী।

পাচুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান এস এম মিজানুর রহমান জানান, বৃহস্পতিবার বিকেলে ইউনিয়নের ধনজুড়ি গ্রামের ফজর সেকের সাথে তার পিতা দরবেশ সেকের গন্ডগোল শুরু হয়। এ সময় তার চাচা আকরাম শেখের স্ত্রী লিলি বেগম গন্ডগোল ঠেকাতে আসলে ফজর সেক তার পেটে ছুরিকাঘাত করে। এতে তিনি মারাত্মক আহত হলে পরিবারের লোকজন তাকে দ্রুত বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্ত্যবর্রত চিকিৎসক তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে। পরে ফরিদপুর নেয়ার পথে তিনি মারা যান।

আলফাডাঙ্গা থানার ওসি মোঃ রেজাউল করিম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে ঘাতক ভাতিজা ফজর সেক পলাতক রয়েছে।


আরো সংবাদ



premium cement