২৩ জানুয়ারি ২০২৫, ০৯ মাঘ ১৪৩১, ২২ রজব ১৪৪৬
`

গোপনাঙ্গ দেখিয়ে ছাত্রীদের উত্ত্যক্ত, গণধোলাইয়ের পর ৩ মাসের কারাদণ্ড

- ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিভিন্ন স্কুলের সামনে দাঁড়িয়ে ছাত্রীদের গোপনাঙ্গ দেখানোসহ নানা অঙ্গ ভঙ্গিতে উত্ত্যক্ত করার অভিযোগে মাহবুব (২৯) নামে এক যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (৩ আগস্ট) বিকেলে এ কারাদন্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বল হোসেন (সহকারি কমিশনার, ভূমি)।

এর আগে সকালে উপজেলা সদরে  এলাকায় অবস্থিত  ইউনাইটেড স্কুল এন্ড কলেজের ছাত্রীদের উত্ত্যক্ত করার সময় শিক্ষার্থীরা ধাওয়া করে তাকে আটক করে গণধোলাই দেয়। পরে পুলিশ তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালত হাজির করে।

দন্ডপ্রাপ্ত মাহবুব উপজেলার চৈতনকান্দা এলাকার কফিলউদ্দিনের ছেলে।

ইউনাইটেড স্কুল এন্ড কলেজের স্কুলের অধ্যক্ষ আবদুল্লাহ জানান, প্রায় গত তিনমাস ধরেই স্কুলের ছাত্রীদের সে উত্ত্যক্ত করে আসছিল।স্কুলে যাতায়াতের পথে ছাত্রীদের গোপনাঙ্গ দেখানো, তাদেরকে নানা খারাপ ইঙ্গিত দেয়া, বাজে মন্তব্যসহ নানাভাবে উত্ত্যক্ত করতো। এ পথে আড়াইহাজার পাইলট উচ্চ বিদ্যালয়, রোকনউদ্দিন মোল্লা বালিকা উচ্চ বিদ্যালয়, রোকনউদ্দিন মোল্লা গার্লস ডিগ্রি কলেজের ছাত্রীরাও যাতায়াত করে নিয়মিত। তাদেরকেও নিয়মিত উত্ত্যক্ত করতো সে।

তিনি জানান, শনিবার উত্ত্যক্ত করার সময় ছাত্রী ও ছাত্ররা মিলে তাকে ধাওয়া দিয়ে আটক করে গণধোলাই দেয়। পরে পুলিশ এসে তাকে আটক করে নিয়ে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বল হোসেন ছাত্রীদের উত্ত্যক্ত করার অভিযোগে ৩ মাসের বিনাশ্রমে কারাদন্ড প্রদানের বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেন।


আরো সংবাদ



premium cement
সালমান এফ রহমানের ২৫০ কোটি টাকার সম্পদ ক্রোক আধিপত্যবাদ প্রতিষ্ঠার লক্ষ্যে ইসলাম দমন বগুড়ায় দেয়ালে ‘জয় বাংলা’ স্লোগান লেখায় ছাত্রলীগ কর্মীকে পুলিশে দিলো জনতা ব্রিকসের প্রসার, ট্রাম্পের ফেরা : শঙ্কার কারণ ফেব্রুয়ারির মধ্যে নতুন রাজনৈতিক দল দাগনভূঞায় ৫ প্রতিষ্ঠানকে জরিমানা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে স্ত্রীসহ জিয়াউল আহসানের বিরুদ্ধে দুদকের মামলা দেশের সার্বভৌমত্ব অটুট রাখতে যুবকেরা মূখ্য শক্তি : নূরুল ইসলাম বুলবুল বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে বিদেশীদের প্রতি আহ্বান ড. ইউনূসের গাজীপুরের কারখানায় অগ্নিসংযোগের ঘটনায় মামলা, গ্রেফতার ৪ নিখোঁজের ৪ দিন পর খড়ের নিচ থেকে আদিবার লাশ উদ্ধার

সকল