২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ন ১৪৩০, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ঘোড়াশাল তাপবিদ্যুৎকেন্দ্রের ৭ ইউনিটের ৫টির উৎপাদন বন্ধ

- ফাইল ছবি

বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের নার্ভ হিসেবে খ্যাত নরসিংদীর পলাশের ঘোড়াশাল তাপ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে আবারও বিপর্যয় দেখা দিয়েছে। ৭ টি ইউনিটের মধ্যে ৫টি ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে গেছে। বিদ্যুৎকেন্দ্রের কন্ট্রোল রুম সূত্রে এ তথ্য জানা গেছে।

৩১ জুলাই ৫৫ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন ১নং ইউনিটটি বয়লার ও টারবাইনের সমস্যার কারণে এর উৎপাদন বন্ধ হয়ে যায়। ২১০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন ৫নং ইউনিট গত এক সপ্তাহ ধরে যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ রয়েছে। ১৫ জুলাই বয়লার ত্রুটির কারণে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের অপর ৫৫ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন ২নং ইউনিটটির উৎপাদনও বন্ধ রয়েছে। ৩৬৫ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ কেন্দ্রের ৭নং ইউনিটটি গত ১ মাস ধরে গ্যাস বোষ্টারের কারণে এর উৎপাদনও বন্ধ রয়েছে। চায়না থেকে বোষ্টার আসলে তার উৎপাদন শুরু হবে বলে জানা যায়।

অপরদিকে ২১০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন ৬নং ইউনিটটি এক অগ্নিকান্ডের কারণে গত কয়েক বছর ধরে এর উৎপাদন বন্ধ হয়ে যায়। কবে নাগাদ ইউনিটগুলো চালু হবে কর্তৃপক্ষ জানাতে পারেনি।

এদিকে শুক্রবার ৩নং ইউনিটে ২৪০ ও ৪নং ইউনিটে ১৬০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে বলে বিদ্যুৎকেন্দ্র সূত্র জানায়। এসব বিষয়ে জানতে ঘোড়াশাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মীর রুহুল কুদ্দুসের মুঠোফোনে কল দিলে তিনি জানান, যান্ত্রিক ত্রুটি সেরে আজ শনিবার থেকে ১ নং ইউনিটটিতে উৎপাদনে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বাকিগুলোরও পর্যায়ক্রমে ত্রুটি সেরে উৎপাদনে যাবে বলে আশা করছি।

 


আরো সংবাদ



premium cement