শীতলক্ষ্যায় গোসল করতে নেমে কিশোরের মৃত্যু
- বন্দর (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
- ২৮ জুলাই ২০১৯, ২০:২৮
নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে গিয়ে এক কিশোরের করুণ মৃত্যু হয়েছে। নিহত কিশোরের নাম তানজিল (১৩)। রোববার দুপুরে বন্দরের ২৫নং ওয়ার্ডের চৌরাপাড়াস্থ চিত্তরঞ্জন ঘাটে এ ঘটনা ঘটে। নিহত তানজিল বন্দর থানার চৌরাপাড়া এলাকার মৃত শুক্কুর আলী মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বন্দর থানার লক্ষণখোলা সোহাগপুর টেক্সটাইল মিলে কাজ করতো কিশোর তানজিল। রোববার দুপুরে দুপুরের খবার খেতে সে মিল থেকে বাড়িতে আসে। মাকে ভাত দিতে বলে সে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে যায়। কিন্তু সাঁতার না জানার কারণে তানজিল গভীর পানিতে তলিয়ে যায়।
পরে স্থানীয় লোকজন ২০ মিনিট খোঁজাখুঁজির পর তানজিলকে উদ্ধার করে নারায়ণগঞ্জ খানপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তানজিলের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।