২৩ জানুয়ারি ২০২৫, ০৯ মাঘ ১৪৩১, ২২ রজব ১৪৪৬
`

পড়া না পারায় মাদরাসা ছাত্রকে নির্দয়ভাবে মারধরের অভিযোগ

ভূক্তভোগী মাদরাসা ছাত্র তানভির - নয়া দিগন্ত

কিশোরগঞ্জের কটিয়াদীতে বাংলা পড়া না পারার কারণে এক মাদরাসা ছাত্রকে নির্দয়ভাবে মারধরের অভিযোগ উঠেছে। মারধরের শিকার মাদরাসা ছাত্রের নাম তানভির (১০)। ঘটনাটি ঘটেছে জেলার কটিয়াদী পৌর সদরের পূর্বপাড়া মহল্লায় অবস্থিত নূরুল কোরআন ক্বওমীয়া মাদরাসায়।

এদিকে নির্যাতনের খবর পেয়ে অভিভাবক দেখা করতে গেলেও তানভিরের সাথে দেখা করতে দেয়া হয়নি। তিনদিন পর ছাত্রের মা মাদরাসা থেকে অসুস্থ ছেলেকে বাড়িতে নিয়ে গিয়ে চিকিৎসা করান। ঘটনার বিচার চেয়ে ছেলের বাবা মজিবুর রহমান বাচ্চু উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ করেছেন।

জানা যায়, কটিয়াদী পৌর সদরের পূর্বপাড়া মহল্লার নূরুল কোরআন ক্বওমীয়া মাদরাসার আবাসিক ছাত্র তানভির গত ৫ জুলাই শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে বাংলা পড়ার উত্তর দিতে না পারার কারণে মাদরাসা শিক্ষক আবু সাঈদ মাত্রাতিরিক্ত বেত্রাঘাত করে। এতে শিশুটির শরীরে আঘাতের চিহ্ন ও শরীর নিলাভ হয়ে উঠে। ব্যথা ও জ্বরে কাতর হয়ে পড়ে থাকলেও তাকে সারাদিন কোনো চিকিৎসা দেয়া হয়নি এবং তার অভিভাবককেও সংবাদ দেয়া হয়নি।

পরে অন্যান্য ছাত্রের মাধ্যমে সংবাদ পেয়ে শিশুটির অভিভাবক দেখা করতে মাদরাসায় গেলে তানভিরের সাথে তাদের দেখা করতেও দেয়া হয়নি। ঘটনার একদিন পর মাদরাসা শিক্ষক রাতের বেলা অসুস্থ তানভিরকে হাসপাতালে নিয়ে জরুরী বিভাগে চিকিৎসা করান।

এ সময় তানভির হাসপাতালের সামনে তার চাচার দোকানে দেখা করতে চাইলেও তাকে দেখা করতে না দিয়ে মাদরাসায় নিয়ে যাওয়া হয়। তিনদিন পর শিশুটির মা মাদরাসা থেকে অসুস্থ ছেলেকে বাড়ি নিয়ে যান।

ভূক্তভোগী ছাত্রের পিতা মজিবুর রহমান বাচ্চু বলেন, পড়া না পারার কারণে একটি অবুঝ শিশুকে এমন অমানবিক নির্যাতন করতে পারে না। আমি এর বিচার চাই।

এ বিষয়ে মাদরাসা প্রধান মাওলানা সিরাজুল হক বলেন, বিষয়টি অবহিত হওয়ার পর অভিযুক্ত শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে এবং এ অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য তানভিরের অভিভাবকদের নিকট ক্ষমা প্রার্থনা করেছি। তবে অভিভাবকদেরকে ছাত্রের সাথে দেখা করতে না দেয়ার বিষয়টি ‘সত্য নয়’ বলে দাবি করেন তিনি।

অভিযোগের বিষয়ে কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান কেয়ার সাথে মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা হলে ফোনটি বন্ধ থাকার কারণে বক্তব্য নেয়া সম্ভব হয়নি।


আরো সংবাদ



premium cement
থাইল্যান্ডের ই-ভিসা জটিলতায় বাংলাদেশীরা মানিকগঞ্জে ছাত্রদের উপর প্রকাশ্যে সশস্ত্র হামলার নেতা আব্দুর রাজ্জাক গ্রেফতার নোবিপ্রবিতে বিকন অব ব্রিলিয়্যান্স আয়োজন করছে ছাত্রশিবির জাতীয় স্বার্থের উপর জোর দেবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি : রুবিও অভিষেক ঝড়ে পাত্তাই পেল না ইংল্যান্ড শেষ ষোলোর আশা বাঁচিয়ে রাখতে রিয়ালের বড় জয় ড. ইউনূস পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে ক্রিস্টিন লাগার্ডের সহায়তা চান মার্চের মধ্যে বাংলাদেশ সফর করতে পারেন ফিফা প্রধান তদন্তে রাতের ভোটকারীরা গণ-অভ্যুত্থানের ঘোষণাপত্রকে অপ্রাসঙ্গিক মনে করছে বিএনপি দাভোসে বিশ্ব নেতৃবৃন্দের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক

সকল