২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

স্কুলছাত্রীকে ধর্ষণকারী সেই পুলিশ সদস্য আটক

স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আটককৃত পুলিশ সদস্য মোক্তার হোসেন - নয়া দিগন্ত

মাদারীপুর পৌরসভার টিবি ক্লিনিক সড়কে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে মোক্তার হোসেন নামের সেই পুলিশ সদস্যকে আটক করা হয়েছে। মঙ্গলবার সকালে তাকে আটক করা হয়। এর আগে সোমবার রাতে ধর্ষিত ওই স্কুলছাত্রী নিজেই বাদী হয়ে মাদারীপুর সদর থানায় মামলা দায়ের করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, মাদারীপুর পুলিশ লাইনের পুলিশ সদস্য মোক্তার হোসেন দীর্ঘদিন থেকে শহরের টিবি ক্লিনিক সড়কে ভাড়া থাকেন। কয়েকদিন আগে মোক্তারের গর্ভবতী স্ত্রী গ্রামের বাড়ি চলে যায়। এই সুযোগে রোববার রাতে শহরের টিবি ক্লিনিক সড়কের প্রতিবেশী এক স্কুলছাত্রীকে ঘরে ডেকে নেন। এরপর দরজা বন্ধ করে স্কুলছাত্রীকে ধর্ষণ করেন তিনি। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা বাইরে থেকে দরজা বন্ধ করে দেন।

পরে পুলিশ সদস্য মোক্তার হোসেন ওই স্কুলছাত্রীকে ঘরের পেছনের ভেন্টিলেটর দিয়ে বাইরে ফেলে দেন। এতে করে স্কুলছাত্রীটি গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করেন।

এ ব্যাপারে কর্তব্যরত চিকিৎসক ডা. লেলিন জানিয়েছেন,‘মেয়েটির পায়ের হাড় ভেঙে গেছে। প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। সেরে উঠতে কমপক্ষে ৩ মাস সময় লাগবে।’

এদিকে অভিযুক্ত পুলিশ সদস্য মোক্তার হোসেনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক।


আরো সংবাদ



premium cement