২৩ জানুয়ারি ২০২৫, ০৯ মাঘ ১৪৩১, ২২ রজব ১৪৪৬
`
মহাসড়কে ডাকাতিরোধে ভিন্ন উদ্যোগ

ঝোপঝাড় পরিষ্কারের সময় মিললো ডাকাতদের বিছানা-বালিশ

ঝোপঝাড় পরিস্কারকালে মিললো ডাকাতদের বিছানা-বালিশ - নয়া দিগন্ত

ঢাকা -চট্রগ্রাম মহাসড়কের সোনারগাঁও নির্জন এলাকায় মহাসড়কের পাশের ঝোপঝাড়ে (ছোট ঘন জঙ্গল) ঘাপটি মেরে বসে থাকে ডাকাতরা। সুযোগ পেলেই সেখান থেকে বেরিয়ে এসে বাসগুলোতে চালায় ডাকাতি। এতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচলকারী বাসগুলোতে প্রায় সময়ই ডাকাতির ঘটনা ঘটে।

ঈদকে সামনে রেখে ডাকাতি রোধে মহাসড়কের পাশের ঝোপঝাড় কেটে পরিষ্কার করার উদ্যোগী হলেন সোনারগাঁ থানা পুলিশের এক কর্মকর্তা। এ ঝোপঝাড় পরিস্কার করতে গিয়ে মিলল ডাকাত ও ছিনতাইকারীদের ব্যবহৃত বিছানা, বেডশিট ও বালিশ। এ থেকেই ধারণা করা হচ্ছে, ডাকাত বা ছিনতাইকারীরা রাতে জঙ্গলে লুকিয়ে থেকে ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা ঘটিয়ে থাকে।

শুক্রবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন ব্রিজের ঢালুতে গড়ে ওঠা ঝোপঝাড়গুলো সহকর্মী ও লোকজন নিয়ে পরিষ্কার করেন সোনারগাঁ থানার উপ পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ। পুলিশের এই কর্মকর্তার উদ্যোগে বিভিন্ন মহলে প্রশংসিতও হয়েছেন।

এসআই আজাদ জানান, এসব ঝোপঝাড় আস্তানা গেড়ে লুকিয়ে থেকে ডাকাতরা। পরে যখন রাতে মহাসড়কে যানজটের আটকা পড়া বাসে ডাকাতি করে পালিয়ে যায়।

তিনি বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে রাতের বেলায় বিভিন্ন সময়ে যানজট সৃষ্টি হয়। ওই সময় আটকা পড়া বিভিন্ন যানবাহনে ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা ঘটে। মহাসড়কের ঢালু ও ব্রিজের নিচে গড়ে ওঠা ঝোপঝাড়ে লুকিয়ে থেকে ডাকাত ও ছিনতাইকারীরা বাসের যাত্রীদের অস্ত্রের মুখে ভয় দেখিয়ে তাদের কাছে থাকা নগদ টাকা, মোবাই ফোন ও স্বর্ণালংকারসহ গুরুত্বপূর্ণ মালামাল লুটে নেয়। এজন্য সড়ক পথে জনগণের নিরাপত্তার কথা চিন্তা করে মোগরাপাড়া মেনিখালী ব্রিজের নীচ থেকে পিরোজপুর ইউনিয়ন পরিষদের সংযোগ সড়ক পর্যন্ত ঝোপঝাড় পরিষ্কার করেছি। এতে করে ডাকাতি ও ছিনতাই প্রতিরোধ করা সহজ হবে।

এই পুলিশ কর্মকর্তা জানান, মেনিখালী ব্রিজের নীচে জঙ্গল পরিষ্কার করতে গিয়ে ডাকাত ও ছিনতাইকারীদের ব্যবহৃত বিছানা, বেডশিট ও বালিশ পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, ডাকাত বা ছিনতাইকারীরা রাতে জঙ্গলে লুকিয়ে থেকে ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা ঘটিয়ে থাকে।

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) হেলালউদ্দিন জানান, ঈদকে সামনে রেখে মানুষের নিরাপত্তা দিতেই ডাকাতি ও ছিনতাই প্রতিরোধে ঝোপঝাড়গুলো পরিষ্কার করা হয়েছে।

উল্লেখ্য নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার দড়িকান্দী এলাকায় অভিযান চালিয়ে সবশেষ বুধবার রাতে ডাকাতির প্রস্তুতিকালে ৫ ডাকাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। উপজেলার দড়িকান্দী এলাকায় মিনহাজ গ্রুপের বাগানের ভেতর ৮/১০ জন ডাকাত সদস্য বিভিন্ন যাত্রী বাহী বাসে ডাকাতি করার প্রস্তুতি নেয়। এসময় খবর পেয়ে অভিযান চালিয়ে রুবেল হোসেন, তুহিন মিয়া, রতন, স্বাধীন ও নাসির উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। গ্রেপ্তার কৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

এছাড়া সম্প্রতি এক প্রবাসী বাড়ি ফেরার পথে ডাকাতদের কবলে পড়ে খুন হয়েছেন।


আরো সংবাদ



premium cement
জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের পরিচালক নজরুল ইসলামকে রংপুরে বদলি ব্রাহ্মণবাড়িয়ায় প্রথমবারের মতো শিবিরের প্রকাশনা উৎসব সাবেক মন্ত্রী মোজাম্মেলের নাতি গ্রেফতার সিলেটে ৪৩৬ বস্তা চিনিসহ আটক ৩ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মশিউর কারাগারে রাবিতে কোরআন পোড়ানোর প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল সিলেটের অপেক্ষা বাড়িয়ে খুলনার বড় জয় বেরোবিতে পরীক্ষা না দিয়ে ছাত্রলীগ নেত্রী পাসের ঘটনায় সেই শিক্ষককে অব্যাহতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৭৩ শিক্ষার্থী বহিষ্কার বাংলাদেশকে সহযোগিতার কথা পুনর্ব্যক্ত করল সুইজারল্যান্ড বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারো ২০ বিলিয়ন ডলারের নিচে

সকল