২৩ জানুয়ারি ২০২৫, ০৯ মাঘ ১৪৩১, ২২ রজব ১৪৪৬
`

স্কুল ছাত্রীকে বাড়ি থেকে তুলে নেয়ার চেষ্টা

- প্রতীকী ছবি

মুন্সীগঞ্জের শ্রীনগরে স্কুল ছাত্রীকে বাড়ি থেকে তুলে নেয়ার চেষ্টা করেছে এক বখাটে। উপজেলার রানা গ্রামে এঘটনা ঘটে। এঘটনায় থানায় শুক্রবার একটি লিখিত অভিযোগ দায়ের করেন ওই ছাত্রীর মা।

স্থানীয় সূত্রে জানাযায়, কুকুটিয়া ইউনিয়নের বনগাঁও গ্রামের হেবাদুল ইসলামের বখাটে ছেলে জনির (২০) নের্তৃত্বে বৃহস্পতিবার দুপুরে ৫-৬ জনের একটি দল ইউনিয়নের পার্শ্ববর্তী রানা গ্রামের এক প্রবাসীর কন্যা স্থানীয় উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেনীর ওই ছাত্রীকে বাড়ি থেকে তুলে নেয়ার চেষ্টা করে। এসময় স্থানীয় লোকজন তাদের বাধা দিলে বখাটের দল ছাত্রীকে জোর করে বিয়ে করা হুমকি দিয়ে চলে যায়। এ বিষয়ে ওই দিন রাতে ছাত্রীর পরিবার স্থানীয় ওয়ার্ড সদস্যদের অবগত করেন বলে সূত্রমতে জানাযায়।

কুকুটিয়া ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ড সদস্য মোঃ সুলতান, ৭নং ওয়ার্ড সদস্য নজরুল ইসলাম শেখ ও ৮নং ওয়ার্ড সদস্য আব্দুল কাইয়ুম মিন্টু ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ওই ছাত্রীর মা ও মামা আমাদের কাছে অভিযোগ নিয়ে এসেছিল। আমরা বখাটে জনির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য পরামর্শ দিয়েছি। জনির বিরুদ্ধে এলাকায় মাদক সেবন ও ক্রয় বিক্রয়ের অভিযোগও রয়েছে বলে তারা জানান।

ওই ছাত্রীর মা নাজমা বেগম অভিযোগ করে বলেন, বখাটে জনি আমার মেয়েকে স্কুলে যেতে আসতে রাস্তায় পথরুদ্ধ করতো। মেয়ে আমাকে জানানোর পর স্থানীয় গন্যমান্য ব্যক্তিসহ স্কুলের শিক্ষকদের জানিয়ে ছিলাম। গত বৃহস্পতিবার দিন দুপুরে জনি কয়েকজন বহিরাগত সহযোগি নিয়ে আমার বাড়িতে এসে মেয়েকে তুলে নেয়ার চেষ্টা করে। আশপাশের লোকজনের বাধার মুখে পরলে মেয়েকে তুলে নিয়ে বিয়ে করার হুমকি দিয়ে চলে যায়। উপায় না পেয়ে শ্রীনগর থানায় অভিযোগ দায়ের করেছি।

বখাটে জনির বাবা মোঃ হেবাদুল ইসলামের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন। শ্রীনগর থানার ওসি (তদন্ত) মোঃ হেলাল উদ্দিন বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।


আরো সংবাদ



premium cement
ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মশিউর কারাগারে রাবিতে কোরআন পোড়ানোর প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল সিলেটের অপেক্ষা বাড়িয়ে খুলনার বড় জয় বেরোবিতে পরীক্ষা না দিয়ে ছাত্রলীগ নেত্রী পাসের ঘটনায় সেই শিক্ষককে অব্যাহতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৭৩ শিক্ষার্থী বহিষ্কার বাংলাদেশকে সহযোগিতার কথা পুনর্ব্যক্ত করল সুইজারল্যান্ড বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারো ২০ বিলিয়ন ডলারের নিচে রাজশাহী নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ অধ্যক্ষের বহিষ্কার দাবি প্রধান উপদেষ্টার সাথে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল মহাসচিবের সাক্ষাৎ পাকিস্তান-বাংলাদেশ ব্যবসা-বাণিজ্যে সম্পর্কোন্নয়নের বিকল্প নেই : হাইকমিশনার এবার বাংলা অ্যাকাডেমি সাহিত্য পুরস্কার পেলেন যারা

সকল