নার্স তানিয়া হত্যার বিচারের দাবিতে গাজীপুরে মানববন্ধন
- গাজীপুর সংবাদদাতা
- ১৩ মে ২০১৯, ২০:৪৬
চলন্ত বাসে নার্স শাহীনুর আক্তার তানিয়াকে ধর্ষণের পর হত্যার ঘটনায় জড়িত ধর্ষক-হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে মানববন্ধন করেছেন নার্সরা। সোমবার দুপুরে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ) ও স্বাধীনতা নার্সেস পরিষদের (স্বনাপ) যৌথ উদ্যোগে আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে নার্সরা সরকারের প্রতি ধর্ষক-হত্যাকারীদের দ্রুত দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান।
শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের সেবা তত্ত্বাবধায়ক মনোয়ারা আক্তারের সভাপতিত্বে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন (বিএনএ) গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল শাখার সভাপতি শামীমা নাছরীন শেলী, নার্স এসোসিয়েশনের উপদেষ্টা সদস্য হাবিবুর রহমান, সিনিয়র স্টাফ নার্স বেবী রানী পাল, স্বাধীনতা নার্সেস পরিষদ (স্বনাপ) গাজীপুর শাখার সাধারণ সম্পাদক মোঃ আশরাফ হোসেন, বিএনএ’র সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সিনিয়র স্টাফ নার্স জামাল উদ্দিন ভূইয়া ও বিএনএ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল শাখার স্থায়ী কমিটির চেয়ারম্যান মাছুমা নাজনীন প্রমুখ।