১৬ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ন ১৪৩০, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

নিপীড়নের শিকার নারীদের বিনামূল্যে আইনি সহায়তা দেবেন ড.সেলিনা

- ছবি : নয়া দিগন্ত

সোনারগাঁয়ে যৌন নিপীড়নের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন সুপ্রীমকোর্টের আইনজীবি ও স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের চেয়ারম্যান ড. সেলিনা আক্তার। সেই সঙ্গে সোনারাগাঁয়ের কোন নারী যৌন নিপীড়নের শিকার হলে বিনামূল্যে আইনী সহায়তা প্রদানের ঘোষণা দেন তিনি।

সকালে সোনারগাঁয়ে দৌলতপুর ইসলামিয়া দাখিল মাদরাসায় সামাজিক সংগঠন ‘প্রজন্ম সোনারাগাঁও’ আয়োজিত শিক্ষার্থীদের নিরাপত্তায় শিক্ষকদের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় তিনি এ ঘোষণা দেন। ড. সেলিনা বলেন, ছাত্র-শিক্ষক সম্পর্ক অত্যন্ত মধুর এবং সম্মানজনক। এ সম্পর্কের মর্যদা রক্ষা করতে হবে।

অনুষ্ঠানে সনমান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হোসেন জিন্নাহ বলেন, আমাদের কাছে শিক্ষকদের মর্যাদা অনেক উঁচুতে; কিন্তু কিছু দুস্কৃতিকারীর কারণে সারাদেশে এই সুনাম ক্ষুন্ন হচ্ছে। মাদরাসার এই সু্নাম ধরে রাখতে হবে। কোন ভাবেই সুনাম ক্ষুন্ন হতে দেয়া হবেনা।

তিনি দৌলতপুর মাদরাসায় অভিযোগ বাক্স খোলার নির্দেশ দেন এবং শিক্ষার্থীদের সেখানে গোপনে অভিযোগ করার নির্দেশ দেন। সভায় সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘ব্রাইট সোনারাগাঁ ’ এর সভাপতি আকতার হাবিব বলেন, সচেতনতার প্রথম ধাপ শুরু করতে হবে নিজের থেকে। শিক্ষকদের পাশাপাশি ছাত্র-ছাত্রীদের নিজেদেরও সমাজের অন্যায় আচরণের বিরুদ্ধে সচেতন এবং সোচ্চার হতে হবে। উচ্চশিক্ষিত হয়ে স্বনির্ভর হয়ে নিজের, সমাজের ও পরিবারে সুরক্ষায় দাড়াতে হবে। সহপাঠি বা প্রতিবেশীর প্রতি সদয় থেকে তাদের বিপদে পাশে দাঁড়াতে হবে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রজন্ম সোনারগাঁও এর সাধারণ সম্পাদক রবিউল হুসাইন। নতুন প্রজন্মকে মাদক, ইভটিজিং থেকে বিরত থাকার অনুরোধ করে, সমাজকে সুন্দর করতে শিক্ষক শিক্ষার্থীদের আরো জোরাল ভুমিকা রাখার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে দৌলতপুর ইসলামিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা মোস্তফা কামাল, সহকারি শিক্ষক দেলোয়ার হোসেনসহ অন্যরা বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রজন্ম সোনারগাঁও এর সদস্য সেলিম হোসেন।


আরো সংবাদ



premium cement
সৈয়দপুরে ঘন কুয়াশায় ২ ঘণ্টা বিমান ওঠানামা বিলম্ব প্রতিটি সমস্যারই সমাধান আছে, যদি ধৈর্য-সাহস-অধ্যবসায় থাকে : ড. ইউনূস অন্তর্বর্তী সরকারের ১০০ দিন : প্রতিশ্রুতি পূরণে অগ্রগতি কতটুকু? ট্রাম্প নির্বাচনে জয়ের পর যে ৫টি বিষয় ঘটেছে হোসেনপুরে নাব্যতা সঙ্কটে ব্রহ্মপুত্র নদের বুকে ফসলের আবাদ ঢাবি ছাত্রদলের কমিটিতে ছাত্রলীগ, অভিযোগে তদন্ত কমিটি নামছে তাপমাত্রার পারদ, কুয়াশার চাদরে ঢাকা উত্তরাঞ্চল রাঙামাটিতে আন্দোলনের সর্বশেষ শহীদ আব্দুল্লাহর গায়েবানা জানাজা অনুষ্ঠিত লেবাননের যুদ্ধবিরতিতে সমর্থনের সিদ্ধান্ত ইরানের সাবেক প্রধান বিচারপতি ফজলুল করিম আর নেই আজ ঢাকায় আসছেন ব্রিটিশ আন্ডার সেক্রেটারি ক্যাথরিন ওয়েস্ট

সকল