০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১, empty
`

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ৪ ঘণ্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল স্বাভাবিক

মাঝ নদীতে আটকা পড়ে ৬ ফেরি
-

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ৪ ঘণ্টার বেশি বন্ধ থাকার পর ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে আজ শনিবার ভোর রাত ৫টা থেকে সকল প্রকার ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। পরে সকাল ৯টার দিকে পরিস্থিতির উন্নতি হলে আবার ফেরি চলাচল শুরু হয়।

দীর্ঘ কয়েক ঘন্টা ফেরি চলাচল বন্ধ থাকার ফলে রাজবাড়ীর দৌলতদিয়া প্রান্তে প্রায় পাঁচ শতাধিক গাড়ির দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে।

শনিবার ভোর সাড়ে ৪টার দিকে কুয়াশার ঘনত্ব বৃদ্ধি পাওয়ায় নদীর বয়া বাতি দেখা না গেলে কর্তৃপক্ষ ফেরি বন্ধ করে। এ সময় উভয় পাড় থেকে ছেড়ে আসা ৬টি ফেরি মাঝ নদীতে আটকা পড়ে।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার সহকারী ব্যবস্থাপক মো: আবদুল্লাহ জানান, ভোর সাড়ে ৪টার সময় কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে সব ধরনের ফেরি চলাচল সাময়িক বন্ধ রাখা হয়। কুয়াশা ঘনত্ব কমে এলে সকাল ৯টার দিকে পুনরায় ফেরি চলাচল শুরু করা হয়।


আরো সংবাদ



premium cement