২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

গলাকেটে ২ সন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যার চেষ্টা!

- প্রতীকী ছবি

রাজধানীর খিলগাঁও এলাকার একটি বাসা থেকে দুই শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দিবাগত রাতে গোড়ান এলাকার ৩৭৯ নম্বর বাসায় নৃশংস ঘটনাটি ঘটে।

এ ঘটনার পর পুলিশ পপি নামে ওই শিশুদের মাকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করেছে। মৃত দুই শিশু হলো- আলভি ও জান্নাত। তাদের বয়স আনুমানিক ১০ থেকে ১২ বছর হবে।

ধারণা করা হচ্ছে, দুই শিশু সন্তানকে গলাকেটে ও আগুনে পুড়িয়ে হত্যা করেছেন তাদেরই মা।

শনিবার খিলগাঁও থানার ওসি এ তথ্য নিশ্চিত করে বলেন, শুক্রবার দিবাগত রাতে দুই সন্তানকে গলাকেটে নিজ ঘরেই ছিলেন তাদের মা। শনিবার সকাল সাড়ে ৮টায় খবর পেয়ে পুলিশ দগ্ধ অবস্থায় মৃত শিশুদের মাকে উদ্ধার করে। পরে তাকে ঢাকা মেডিক্যাল পাঠানো হয়। এ বিষয়ে আরো খোঁজ-খবর নেয়া হচ্ছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শিশু দুটির মা এ হত্যাকাণ্ড ঘটিয়ে পরে নিজে আত্মহত্যার চেষ্টা করেন।


আরো সংবাদ



premium cement