টিএসসিতে আবরারের গায়েবানা জানাজা
- নিজস্ব প্রতিবেদক
- ০৮ অক্টোবর ২০১৯, ১২:৫০, আপডেট: ০৮ অক্টোবর ২০১৯, ১৩:০৫
ছাত্রলীগ নেতাকর্মীদের হাতে নিহত বুয়েট ছাত্র আবরার ফাহাদের গায়েবানা জানাজা ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নিয়েছেন ঢাবি কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি নুরুল হক নুরুসহ আন্দোলনরত শিক্ষার্থীরা।
আজ মঙ্গলবার দুপুরে এ জানাযা অনুষ্ঠিত হওয়ার পর একটি বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি টিএসসি থেকে পলাশি মোড় অতিক্রম করে। এ সময় বুয়েট থেকে আরেকটি মিছিল বের হয়। হাজারো শিক্ষার্থীর এসব বিক্ষোভে উত্তাল ঢাবি, বুয়েট ও আশপাশের এলাকা।
এর আগে আজ সকাল থেকেই বুয়েটের প্রধান ফটকের সামনে অনস্থান নিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন নিহত আবরারের সহপাঠীরা। তারা সাত দফা দাবি উপস্থাপন করেছেন।
শিক্ষার্থীদের সাত দফা দাবির মধ্যে রয়েছে, আবরারের খুনিদের ফাঁসি দেয়া, ৭২ ঘন্টার মধ্যে জড়িতদের স্থায়ী বহিষ্কার করা, মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে দিতে হবে, ভিসিকে ৫টার মধ্যে ক্যাম্পাসে আসতে হবে, আবাসিক হলে ভিন্ন মতাবলম্বীদের নির্যাতনে জড়িতদের বিচার করতে হবে, আগের ঘটনাগুলোয় জড়িতদের শাস্তি দিতে হবে ও শেরে বাংলা হলের প্রভোস্টকে প্রত্যাহার করতে হবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা