২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

দ্রুত রান তুলে লিটনের ফিফটি

-

শুরু থেকেই দ্রুত রান তুলে যাচ্ছিলেন ওপেনার লিটন দাস। সেই ধারাবাহিকতায় রানের চাকা ঘুরছিল। ফলাফল দ্রুত তুলে নিয়েছেন ফিফটি।

এটি ওয়ানডে ক্যারিয়ারে লিটনের চতুর্থ হাফসেঞ্চুরি। ৪৫ বলে ৫০ করেছেন তিনি। হাঁকিয়ছেন পাঁচটি বাউন্ডারি ও একটি ছক্কা।

এখন লিটনের সঙ্গী নাজমুল হোসেন শান্ত। দ্রুত ব্যাট চালাচ্ছেন তিনিও। এক ছক্কায় ১৪ বলে ১০ রান করেন।

এখন বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ৮৭ রান।

এর আগে টস জিতে দুপুর ১টায় সিলেট স্টেডিয়ামে ব্যাট করতে নামে বাংলাদেশ। এ নিয়ে দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হলো এই স্টেডিয়ামে। এর আগে সিলেটের অভিষেক ম্যাচটি ছিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ওই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের দেয়া ১৯৯ রানের টার্গেট বাংলাদেশ দল অতিক্রম করে ফেলে ৬৯ বল হাতে রেখেই। খরচ হয়েছিল মাত্র ২ উইকেট।

সিলেট স্টেডিয়ামের প্রথম ওয়ানডে জয়ী অধিনায়ক ছিলেন মাশরাফি। হতে পারে দেশের হয়ে এটিই তার শেষ ওয়ানডে সিরিজ।

এক বছরেরও বেশি সময় পর আজ দেশের মাটিতে ওয়ানডে খেলতে নেমেছে টাইগাররা। সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০১৮ সালে ওয়ানডে খেলেছিল মাশরাফিরা। এরপর থেকে ২০টি ওয়ানডে ম্যাচ খেললেও দেশের মাটিতে আর খেলা হয়নি।

বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিথুন, মেহেদী হাসান মিরাজ, মাহমুদুল্লাহ, মোহাম্মদ সাইফউদ্দিন, তাইজুল ইসলাম, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক) ও মোস্তাফিজুর রহমান।


আরো সংবাদ



premium cement