সৌম্যের বৌভাতের মেন্যুতে যা থাকছে
- ২৭ ফেব্রুয়ারি ২০২০, ১০:০৬, আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২০, ১৮:৪২
বিয়ে করেছেন জাতীয় দলের ক্রিকেটার সৌম্য সরকার। সাতক্ষীরার নিজ বাড়িতে আত্মীয়-স্বজনের উপস্থিতিতে বুধবার সম্পন্ন হয় গায়ে হলুদের অনুষ্ঠান। এদিন সন্ধ্যায়ই শুরু হয় বিবাহের সামগ্রিক কার্যক্রম।
জাতীয় দলের তারকা এ ক্রিকাটারের বিয়ে মহাধুমধামের সাথেই সম্পন্ন হচ্ছে। ব্যস্ত সময় পার করছেন পরিবারের লোকজন বন্ধু-বান্ধব। ক্রিকেট পাড়ায় বইছে উৎসবের আমেজ।
জানা গেছে, সৌম্যের বিয়েতে ২ হাজার দুইশ জন অতিথিকে আপ্যায়ন করা হবে। খাবারের মেন্যুতে রাখা হয়েছে বাহারি সব আইটেম। বিয়েতে রান্নার দায়িত্ব পেয়েছেন খুলনার আল আমিন ডেকোরেটর। তাদের প্রধান বাবুর্চি জানান, কাচ্চি, বিরিয়ানি, মুরগির রোস্ট, শাহী জর্দা ও সালাদ রান্না করা হচ্ছে। তবে সৌম্যের ব্যক্তিগত পছন্দের কোনো খাবার রান্না করা হচ্ছে না বলে জানান তিনি।
সৌম্য বিয়ে করছেন প্রিয়ন্তী দেবনাথকে। প্রিয়ন্তী খুলনারই মেয়ে। পড়াশোনা করছেন ও লেভেলে। পরিবারের সাথে খুলনাতেই থাকেন। সৌম্যের সাথে প্রিয়ন্তীর দীর্ঘ দিনের পরিচয়। পরিচয় থেকে পরিণয়। তারপর বিয়ের মাধ্যমে সে পরিণয়ের চুড়ান্ত পরিণতি ঘটেছে গতকাল সন্ধ্যায়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা