২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ন ১৪৩০, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

জয়ের ধারায় ফিরিয়ে আনার কারিগর মুমিনুল

মুমিনুল হক - সংগৃহীত

মুমিনুল হক। জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের অধিনায়ক ছিলেন তিনি। তার নেতৃত্বেই হারের বৃত্ত থেকে বেরিয়ে জয়ের ধারায় ফিরলো বাংলাদেশ। পেলো ইনিংস ব্যবধানে জয়। অধিনায়ক হিসেবে প্রথম সেঞ্চুরি তুলে নিয়ে এই জয়ে অবদান রেখেছেন তিনি। অথচ একটা সময় অবহেলিত ছিলেন এই টেস্ট স্পেশালিস্ট।

জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ইনিংসে ২৩৪ বলে ১৩২ রানের অনবদ্য ইনিংস খেলেন মুমিনুল। ১৪টি বাউন্ডারি দিয়ে এই ইনিংস সাজান। প্রতিপক্ষের সাথে লড়াই করার ভীত গড়ে দেন তিনি। সে সময় তার যোগ্য সঙ্গী ছিলেন মুশফিকুর রহিম। তাকে সাথে নিয়েই দলের সংগ্রহ বাড়িয়ে বড় লিড নেয় বাংলাদেশ। ফলে ৪৫০ দিন পর প্রতিক্ষীত জয় পায় টাইগাররা।

সর্বশেষ ২০১৮ সালে ২ ডিসেম্বর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয় পেয়েছিল বাংলাদেশ। এরপর ছয়টি টেস্টে হেরেছে তারা।

গত বছর মার্চে নিউজিল্যান্ড সফরে দুই ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ হয় বাংলাদেশ। এরপর চট্টগ্রামে সফরকারী আফগানিস্তানের কাছে বড় ধরণের লজ্জায় ডুবে। ২২৪ রানের বিশাল ব্যবধানে হারে বাংলাদেশ।

নভেম্বরে ভারত সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজেও হোয়াটওয়াশ হয়ে ফিরে টাইগাররা। এরপর পাকিস্তান সফরে গিয়ে সিরিজের প্রথম টেস্ট ম্যাচেও হারে।

এই হারের বৃত্ত থেকে অবশেষে বের হয়েছে বাংলাদেশ। পেয়েছে জয়। এই জয়ে আত্মবিশ্বাস বেড়েছে টাইগারদের। এমনটাই জানিয়েছেন অধিনায়ক মুমিনুল।

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি বলেন, 'আমাদের ভালো খেলা খুব প্রয়োজন। কারণ এই ধরণের জয়ে আত্মবিশ্বাস বাড়ে।'

ম্যাচজয়ের নায়ক তরুণ নাঈম হাসানের প্রশংসা করে তিনি বলেন, 'সে দারুণ খেলেছে।'

পরে দলের অন্যদেরও প্রশংসা করেন মুমিনুল। বলেন, 'শান্ত, তামিম, লিটনও ভালো খেলেছে। আসলে সবাই-ই ভালো খেলেছে। এই জয়ে আমি খুব খুশী।'


আরো সংবাদ



premium cement
যুদ্ধ বন্ধে ট্রাম্পের সাথে বসতে চান পুতিন মাদকের টাকার জন্য মাকে হত্যা! আদানির বিরুদ্ধে ওঠা অভিযোগ ভারতীয় অর্থনীতি-রাজনীতিতে যে প্রভাব ফেলবে বিচ্ছেদে খুশি নন সায়রা-রহমান কেউই! তবুও কেন হলো অস্ট্রেলিয়ায় আদিবাসীদের সাথে বর্ণবৈষম্য, আদানির বিরুদ্ধে অভিযোগ মণিপুরে আরো ১০ হাজার জওয়ান পাঠাচ্ছে ভারত সরকার এক-তৃতীয়াংশ ইহুদি-আমেরিকান কিশোর হামাসের প্রতি 'সহানুভূতিসম্পন্ন' সব সংস্কার শেষে নির্বাচনের পক্ষে ৬৫.৯ ভাগ মানুষ সোনার দেশ- এটিই হবে ভবিষ্যতের বাংলাদেশ জুলাই বিপ্লবে আহত বাবুকে নেয়া হচ্ছে থাইল্যান্ড সৈন্যের বিনিময়ে উত্তর কোরিয়াকে ক্ষেপণাস্ত্র দিয়েছে রাশিয়া!

সকল