০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১, ৬ রজব ১৪৪৬
`

ব্যাটিং নৈপুণ্যে ২য় দিন শেষে ভালো অবস্থানে টাইগাররা

৭৯ রান করে ক্রিজে আছেন মুমিনুল - ছবি: ইএসপিএন ক্রিকইনফো

জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় দিন শেষে ভালো অবস্থানে বাংলাদেশ। তিন উইকেটে ২৪০ রান করেছে স্বাগতিকরা। ফলে সফরকারীদের চেয়ে ২৫ পিছিয়ে রয়েছে বাংলাদেশ। টাইগারদের হয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন টেস্ট অধিনায়ক মুমিনুল হক। ৭৯ রান করে ক্রিজে আছেন তিনি। ১২০ বলে ৯ চারের মারে এ রান করেন তিনি। অপরপ্রান্তে আছেন উইকেটকিপার মুশফিকুর রহিম। ৬৮ বলে ৬ চারের মারে ৩২ রান করেছেন তিনি।

এর আগে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় স্বাগতিকরা। দলীয় ১৮ রানের মাথায় সাইফ হাসান নুয়াচির বলে চাকাভার হাতে ক্যাচ তুলে দিয়ে প্যাভিলিয়নের পথ ধরেন। এর আগে ১২ বলে ২ চারের মারে ৮ রান করেন। এরপর তামিম ইকবাল ও নাজমুল ইসলাম শান্তের জুটিতে ভালো সূচনা করে বাংলাদেশ। এ জুটিতে রান আসে ৭৮। দলীয় ৯৬ রানের মাথায় অর্ধশতক থেকে মাত্র ৯ রান দূরে থেকে বিদায় নেন তামিম। ট্রিপানোর গুড লেন্সের বলে কাট করতে গিয়ে ধরা পড়েন চাকাভার হাতে। ৮৯ বলে ৭ চারের মারে ৪১ রান করেন তিনি।

এক প্রান্ত আগলে রেখে মুমিনুলের সাথে ৭৬ রানের জুটি গড়েন শান্ত। তিশুমার বলে ৭১ রান করে আউট হন তিনি। ১৩৯ বলে ৭ চারের মারে এ রান করেন তিনি। দলীয় রান যখন ১৭৩ তখন ক্রিজে নামেন মিস্টার ডিপেন্ডেবল খ্যাত মুশফিকুর রহিম।

দিন শেষে আর কোনো উইকেট না যাওয়ায় ৩ উইকেটে ২৪০ রানে প্রথম ইনিংস শেষ করে বাংলাদেশ। এদিন ৭১ ওভার ব্যাট করে বাংলাদেশ।

এর আগে জিম্বাবুয়ে প্রথম ইনিংসের ৬ ইউকেটে ২২৮ রান নিয়ে দ্বিতীয় দিনের মতো খেলতে নামে। দিনের শুরুতেই আগের দিনের ৯ রানে অপরাজিত থাকা ট্রিপানোকে তুলে নেন আবু জায়েদ রাহি। তারপরও সফরকারীরা বড় সংগ্রহের লক্ষ্য নিয়ে ব্যাট করতে থাকে। তবে তাদের সে লক্ষ্য পূরণ হতে দেয়নি স্বাতিক বোলাররা। ২৬৫ রানে সফরকারীদের অল আউট করে দেয় বাংলাদেশী বোলাররা।

আবু জায়েদ রাহি ও নাঈম হাসান ৪টি করে উইকেট নেন। তাইজুল ইসলাম নেন দুটি উইকেট।


আরো সংবাদ



premium cement
জিয়া ট্রাস্ট মামলা : খালেদা জিয়ার আপিলের শুনানি আগামীকাল সন্তানদের নিয়ে আসমা যাবেন কোথায়? নেই মাথা গোঁজার ঠাঁই যুক্তরাষ্ট্র-কানাডাকে একীভূত করার প্রস্তাব ট্রাম্পের চীন থেকে ছড়াচ্ছে নতুন ভাইরাস, জনমনে আতঙ্ক! জুলাই বিপ্লবে আহতদের পুলিশের বিভিন্ন ইউনিটে কাজ দেয়া হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা নারায়ণগঞ্জে তৈমূরের ভাই সাব্বির হত্যা : খালাস পেলেন ছাত্রদল নেতা ফরিদপুরে ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের ৫ যাত্রী নিহত আর কোনো ফ্যাসিস্টকে ক্ষমতায় আসতে দেয়া হবে না : শিবির সেক্রেটারি ট্রুডো কেন হঠাৎ পদত্যাগের ঘোষণা দিলেন? কে হতে যাচ্ছে তার উত্তরসূরি ফেলানী হত্যায় ভারত ও হাসিনা দায়ী : রাশেদ প্রধান গ্রীনল্যান্ড কেনার আগ্রহ ট্রাম্পের, সফরে যাচ্ছেন ছেলে

সকল