বাংলাদেশী বোলারদের ঘাম ঝরাচ্ছে জিম্বাবুয়ে
- নয়া দিগন্ত অনলাইন
- ১৮ ফেব্রুয়ারি ২০২০, ১৩:২৬, আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২০, ১৭:১৯
জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের আগে দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলতে নেমেছে বিসিবি একাদশ। এই দলে রয়েছেন সম্প্রতি বিশ্বকাপজয়ী অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক আকবর আলী, শরিফুল ইসলাম, শাহাদাৎ হোসেন, পারভেজ হোসেন ইমন ও মাহমুদুল হাসান জয়।
মঙ্গলবার সাভারের বিকেএসপিতে সকাল সাড়ে ৯টায় টস ছাড়াই আগে ব্যাট করতে চেয়েছে সফরকারীরা; তাদের আবদার মেনে নেন বিসিবি একাদশ অধিনায়ক আল আমিন জুনিয়র।
বোলাররা মাঠে ঘাম ঝরাচ্ছেন কিন্তু প্রতিপক্ষ শিবিরে তেমন কোনো আক্রমণই চালাতে পারছেন না। লাঞ্চের আগে মাত্র একটি উইকেট শিকার করেছে বাংলাদেশ।
জিম্বাবুয়ের সংগ্রহ এখন ১ উইকেটে ১১১ রান। ক্রিজে আছেন ক্রেইগ ইরভান ও মুদজিনগানিয়ামা।
এর আগে অর্ধশত করে রিটায়ার্ড হয়েছেন কেভিন কাসুজা। তার আগে আকবর আলীর হাতে বন্দি হয়ে আল-আমিনের বলে সাজঘরে ফিরেছেন অর্ধশত করা কেভিন কাসুজা।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা