২৩ জানুয়ারি ২০২৫, ০৯ মাঘ ১৪৩১, ২২ রজব ১৪৪৬
`

টাইগারদের বোলিং তোপে পুরো ওভারও খেলতে পারল না ভারত

বাংলাদেশের বোলিং তোপে দিশেহারা ভারতীয় দুই ব্যটসম্যান ছুটলো একদিকে - ছবি : টুইটার

ইনিংসের প্রথম ওভার থেকে বাংলাদেশ প্রচন্ড চাপে রাখে ভারতীয় ব্যাটসম্যানদের। মাঝেও ঠিক সেই চাপ রইল। আর শেষে এসে ভারত সেই চাপেই যেন ভেঙ্গে পড়ল। ফাইনালে থেমে গেল ভারতের ইনিংস ১৭৭ রানে। পুরো ওভারও খেলতে পারল না গেলবারের চ্যাম্পিয়নরা। ১৭৮ রান করতে পারলেই বাংলাদেশ হবে অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপের নতুন চ্যাম্পিয়ন!

টসে জিতে ম্যাচের প্রথম ওভার থেকেই বাংলাদেশ দুর্দান্ত বোলিং করে। মেঘলা আবহাওয়ায় পেস সহায়ক উইকেটে বাংলাদেশের পেসারদের সামনে অসহায় হয়ে পড়ে ভারতের ব্যাটিং লাইন আপ।

৯ রানে প্রথম উইকেট হারানোর পর ভারত রক্ষনাত্মক ব্যাটিংয়ের দিকে মনোযোগ দেয়। উইকেট যাতে না হারায় সেই পরিকল্পনা নিয়ে ব্যাটিং শুরু করে। লম্বা সময় ধরে উইকেট ঠিকই অক্ষত রাখে ভারত। কিন্তু স্কোরবোর্ডে রানের স্বাস্থ্য ক্রমশ ক্ষীণ হয়ে আসে!

প্রথম ২৮ ওভারেও ভারতের স্কোরবোর্ডে একশ রান পুরো হলো না! ধীরগতির এই ব্যাটিং ভারতকে বড় চাপে ফেলে। ওপেনার যশপাল এবং ওয়ান ডাউনে তিলক বর্মা ছাড়া বলার মতো আর কোন ব্যাটসম্যান রান পেলেন না। দ্বিতীয় উইকেট জুটিতে ৯৪ রান যোগ করে ভারত। আর কোন জুটিতে বড় রান হলো কই?

ওপেনার যশপাল ১২১ বলে করলেন ৮৮ রান। তিলক বর্মার ব্যাট থেকে এলো ৬৫ বলে কষ্টকর ৩৮ রানের ইনিংস।

বাংলাদেশের তিন পেসার শরিফুল, তানজিম ও অভিষেক দাস পুরো ইনিংস জুড়ে দুর্দান্ত বোলিং করে গেলেন। অভিষেক দাস ৪০ রানে শিকার করলেন ৩ উইকেট। শরিফুল ১০ ওভারে ৩১ রানে তুলে নিলেন ৩১ রান। ফাইনালে নিজেকে মেলে ধরলেন তানজিম হাসান সাকিবও। ২৮ রানে তার শিকার ২ উইকেট।

দুর্দান্ত বোলিং, দুরুন্ত ফিল্ডিং এবং জেতার জেদ এই তিনের সমন্বয়ে বাংলাদেশ মাত্র ১৭৭ রানে ভারতকে আটকে দিয়ে এখন বিশ্বকাপ জেতার রঙিন স্বপ্নে বিভোর।


আরো সংবাদ



premium cement