২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

পর পর মেডেন ওভার দিয়ে শুরু বাংলাদেশের

বল করছেন শরিফুল ইসলাম - ক্রিকইনফো

টস হেরে অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশের আমন্ত্রণে ব্যাট করতে নেমেছে ভারত। ওপেনিং করেছেন জস্বভী জায়সাওয়ালম ও দিভ্যান্স সাক্সসেনা। বল হাতে শুরুটা দারুণ করেছেন শরিফুল ইসলাম। তার ওভারে কোনো রানই করতে পারেনি দুই ওপেনার। দ্বিতীয় ওভারে বল হতে আসেন তানজিম হাসান সাকিব। তার ওভারেও কোনো রান করতে পারেনি ভারত। 

দুপুর ২টায় দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে ম্যাচটি শুরু হয়েছে।

আজ বাংলাদেশ দলে একটি পরিবর্তন আনা হয়েছে। হাসান মুরাদের জায়গায় নেয়া হয়েছে অভিষেক দাসকে।

অপরদিকে ভারতীয় দলে কোনো পরিবর্তন আনা হয়নি।

বাংলাদেশের একাদশ : পারভেজ হোসেন ইমন, তানজিদ হোসেন তামিম, মাহমুদুল হাসান জয়, তৌহিদ হৃদয়, শাহাদত হোসেন, শামীম হোসেন, অভিষেক দাস, আকবর আলী (অধিনায়ক ও উইকেটরক্ষক), রাকিবুল হাসান, শরিফুল ইসলাম ও তানজিম হাসান সাকিব।

ভারতের একাদশ : জস্বভী জায়সাওয়ালম, দিভ্যান্স সাক্সসেনা, তিলক ভার্মা, ধ্রভ জুরেল (উইকেটরক্ষক), প্রিয়ম গার্গ (অধিনায়ক), সিদ্দেশ ভির, অথর্ভ আঙ্কেলোকার, রভি বিষ্ণা, সুশান্ত মিশ্রা, কার্তিক তিয়াগি ও আকাশ সিং।


আরো সংবাদ



premium cement