বিপর্যয় কাটিয়ে দলকে এগিয়ে নেয়ার চেষ্টা মিথুনের
- নয়া দিগন্ত অনলাইন
- ০৭ ফেব্রুয়ারি ২০২০, ১৭:৪১, আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০২০, ১৮:৫৩
স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে বিপর্যয় কাটিয়ে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছেন বাংলাদেশ দলের ডানহাতি ব্যাটসম্যান মোহাম্মদ মিথুন।
রাওয়ালপিন্ডিতে টসে জিতে সফরকারীদের ব্যাটিংয়ে পাঠায় পাকিস্তান। ব্যাটিংয়ে নেমে প্রথম দু’ওভারেই দুই ওপেনারকে হারিয়ে বসে বাংলাদেশ। নতুন অভিষেক হওয়া সাইফ হাসান ফেরেন কোনো রান না করেই। তামিম ফেরেন ৩ রান করে। ৩ রানে ২ উইকেট হারিয়ে শুরুতে বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। ১০৭ রানেই ৫ উইকেট হারিয়ে বসেন তারা।
বিপর্যয় কাটাতে নাজমুল ইসলম শান্তকে নিয়ে বড় স্কোর দাঁড় করানোর চেষ্টা করলেও বেশিদূর এগোতে পারেননি অধিনায়ক মুমিনুল হক। শাহিন শাহ আফ্রিদির বলে কাভার ড্রাইভ খেলতে গিয়ে আসাদ শফিকের হাতে ধরা পড়েন তিনি। দলীয় ৬২ রানের মাথায় ৩০ রান করে সাজঘরে ফিরতে হয় তাকে। ৫ চারের মারে এ রান করেন তিনি।
শান্তর সাথে যোগ দেন মাহমুদুল্লাহ। তবে স্কোর বড় করাই আগেই ফিরতে হয় তাদের। লাঞ্চ ব্রেকের পর দুজনই আউট হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন। মোহাম্মদ আব্বাসের বলে মোহাম্মদ রিজওয়ানের হাতে ক্যাচ তুলে দিয়ে আউট হন শান্ত আর শাহিন শাহ আফ্রিদির বলে আসাদ শফিকের হাতে ক্যাচ দিয়ে ফেরেন মাহমুদুল্লাহ। ১১০ বলে ৬ চারের মারে ৪৪ রান করেন শান্ত। মাহমুদুল্লাহ ৪ চারের মারসহ ৪৮ বলে করেন ২৫ রান।
দলীয় রান যখন ১৬১ তখন লিটন দাসের আউটের মাধ্যমে ৬ উইকেট হারায় বাংলাদেশ। ৪৬ বলে ৩৩ রান করে লিটন বিদায় নিলে দলের হাল ধরেন মিথুন। শেষ খবর পাওয়া পর্যন্ত (৭৭ ওভার) ১৩০ বল খেলে ৪৮ রান করে ক্রিজের এক প্রান্ত আগলে রেখেছেন তিনি। তাকে ভালোভাবেই সঙ্গ দিচ্ছেন তাইজুল ইসলাম (৬৫ বলে ২১)। দলীয় সংগ্রহ ২১০ রান।
পাকিস্তানের পেসার শাহিন শাহ আফ্রিদি ৩টি, মোহাম্মদ আব্বাস নিয়েছেন ২টি ও হারিস সোহেল নিয়েছেন ১টি উইকেট।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা