২২ জানুয়ারি ২০২৫, ০৮ মাঘ ১৪৩১, ২১ রজব ১৪৪৬
`

শুরুতেই নিউজল্যান্ডকে চেপে ধরেছে বাংলাদেশ

শুরুতেই নিউজল্যান্ডকে চেপে ধরছে বাংলাদেশ - ছবি : ইএসপিএনক্রিকইনফো

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে নিউজিল্যান্ডকে শুরুতেই চেপে ধরেছে বাংলাদেশ। ফলে রান তুলতে সমস্যায় পড়েছে নিউজিল্যান্ড। ৭ ওভারে তাদের সংগ্রহ ১ উইকেটে ২২ রান। দুই বোলার শরিফুল ইসলাম ও শামিম হোসেন দুর্দান্ত বোলিং করছেন। শরিফুল ৪ ওভারের মধ্যে ২টিই করেছেন মেডেন। আর শামিম ১টি মেডেন পেয়েছেন। তিনি নিউজিল্যান্ডের উইকেটটি পেয়েছেন।

নিউজিল্যান্ডের হোয়াইট ৯ ও লেলম্যান ৮ রানে ক্রিজে রয়েছেন।

টসে জয়

এ দিকে প্রথমবারের মতো অনুর্ধ্ব-১৯ ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে ওঠার লক্ষ্য নিয়ে টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছে বাংলাদেশের যুবারা। ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নয় বাংলাদেশ। পচেফস্ট্রুমে বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হয় ম্যাচটি।

ত্রয়োদশ আসরের শুরুটা দুর্দান্ত ছিলো বাংলাদেশের। ‘সি’ গ্রুপে নিজেদের প্রথম দু’ম্যাচে জিম্বাবুয়েকে বৃষ্টি আইনে ৯ উইকেটে ও স্কটল্যান্ডকে ৮৯ রানে হারায় তারা। পাকিস্তানের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচটি বৃষ্টির কারনে পরিত্যক্ত হয়। তবে ৩ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে রান রেটে এগিয়ে থেকে ‘সি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ।

গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার লিগ কোয়ার্টাও ফাইনালে স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে ১০৪ রানের বড় ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে উঠে বাংলাদেশ। শেষ আটে ওয়েস্ট ইন্ডিজকে ২ উইকেটে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে নিউজিল্যান্ড।
টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে চিরপ্রতিন্দ্বন্দি পাকিস্তানকে ১০ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে ইতোমধ্যে ফাইনালে উঠেছে বর্তমান চ্যাম্পিয়ন ভারত। আগামী ৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ফাইনাল।


আরো সংবাদ



premium cement
মালয়েশিয়া যেতে না পেরে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ঘেরাও কালচার শেখানোর নামে জুনিয়রদের অমানুষিক নির্যাতন : অভিযুক্তদের শোকজ পরিবেশ উপদেষ্টার সাথে যুক্তরাষ্ট্রের চার্জ ডি’অ্যাফেয়ার্সের বৈঠক শিবগঞ্জে বিজিবি ও বিএসএফের কমান্ডার পর্যায়ে বৈঠক হরিপুরে মোটরসাইকেল চুরির অভিযোগে পিটিয়ে হত্যা আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সরবরাহের দাবিতে মানববন্ধন ১৫ বছরের উন্নয়ন হচ্ছে দুর্নীতিকে বৈধতা দেয়ার জন্য : নূরুল ইসলাম বুলবুল যশোরে আ’লীগ নেতার ৪ বছরের কারাদণ্ড, সম্পদ বাজেয়াপ্তের আদেশ সুনামগঞ্জে অটোরিকশা খাদে পড়ে নিহত ১ সাতক্ষীরায় অস্ত্র-ককটেলসহ আটক ২ প্রবাসীদের নির্বাচনে অংশ নিতে দেয়ার দাবি

সকল