ম্যাচ হেরে বড় শাস্তির মুখে ভারতীয় দল
- নয়া দিগন্ত অনলাইন
- ০৫ ফেব্রুয়ারি ২০২০, ২১:৩৩, আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২০, ২১:৪৩
একে তো স্কোর বোর্ডে ৩৪৭ রান তুলেও নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচে হারের মুখ দেখতে হয়েছে ভারতকে৷ তার উপর নির্ধারিত সময়ে কোটার ৫০ ওভার শেষ করতে না পারায় আইসিসি’র শাস্তির মুখে পড়তে হল টিম ইন্ডিয়াকে৷ সেডন পার্কে স্লো ওভার রেটের জন্য ভারতীয় ক্রিকেটারদের বড় অঙ্কের জরিমানা করল ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল৷
ক’দিন আগে ওয়েলিংটনে সিরিজের চতুর্থ টি-২০ ম্যাচে স্লো ওভার রেটের জন্য ম্যাচ ফি’র ৪০ শতাংশ কাটা গিয়েছিল কোহলিদের৷ এবার হ্যামিল্টনে সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচে আর বড় অঙ্কের জরিমিনা হল টিম ইন্ডিয়ার৷ নির্ধারিত সময়ে বোলিং কোটার ৪ ওভার পিছিয়ে থাকায় ভারতীয় ক্রিকেটারদের ম্যাচ ফি’র ৮০ শতাংশ জরিমানা ধার্য করলেন ম্যাচ রেফারি ক্রিস ব্রড৷
আইসিসি’র নিয়ম অনুযায়ী নির্ধারিত সময়ে পিছিয়ে থাকা প্রতি ওভারের জন্য সংশ্লিষ্ট দলের ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের ম্যাচ ফি’র ২০ শতাংশ জরিমিনা করা হয়৷ সেই নিরিখে সেডন পার্কে কোহলিদের বিপুল পরিমাণ জরিমানার কবলে পড়তে হয়৷
দুই অন-ফিল্ড আম্পায়ার শন হেগ ও ল্যাংটন রাসের এবং তৃতীয় আম্পায়ার ব্রুস অক্সেনফোর্ড ম্যাচের শেষে ভারতের বিরুদ্ধে স্লো ওভার রেটের অভিযোগ আনেন৷ সব দিক খতিয়ে দেখে সেই মতো শাস্তি ঘোষণা করেন ম্যাচ রেফারি৷ কোহলি অভিযোগ মেনে নিয়ে শাস্তি মাথা পেতে নেওয়ায় ফর্ম্যাল হেয়ারিংয়ের প্রয়োজন হয়নি৷
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা