নিউজিল্যান্ডের বিপক্ষে জয় দিয়ে সিরিজ শুরু ভারতের
- নয়া দিগন্ত অনলাইন
- ২৪ জানুয়ারি ২০২০, ১৭:৩৭
নিউজিল্যান্ড সফরের প্রথম ম্যাচেই কোহলিদের কঠিন চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিল কিউইরা। পাঁচ ম্যাচের সিরিজের প্রথম টি-টোয়েন্টিতেই ভারতের সামনে ছিল ২০৪ রানের টার্গেট। কিন্তু ৬ বল বাকি থাকতেই ৬ উইকেটে ম্যাচ জিতে নেয় ভারত।
২০৪ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে শুরুতেই রোহিত শর্মাকে হারিয়ে চাপে পড়ে যায় ভারত। এরপর রাহুল আর বিরাটের ব্যাটে ভর করে দ্বিতীয় উইকেটে ৯৯ রানের পার্টনারশিপ শক্ত ভিতের পর দাঁড় করিয়ে দেয় ভারতকে। ৫৬ রান করেন রাহুল। ৪৫ রানে আউট হন কোহলি। এরপর শ্রেয়স আইয়ার-মনীশ পাণ্ডে জুটি ভারতকে জয় এনে দেয়। ২৯ বলে ৫৮ রানে অপরাজিত থাকেন শ্রেয়স আইয়ার।
টস জিতে প্রথমে ব্ল্যাক ক্যাপসদের ব্যাট করতে পাঠান কোহলি। কলিন মুনরো, কেন উইলিয়ামসন ও রস টেলরের হাফ সেঞ্চুরিতে ভর করে ভারতের সামনে ২০৪ রানের টার্গেট দেয় নিউজিল্যান্ড। শুরুতেই দুই কিউই ওপেনার কলিন মুনরো এবং মার্টিন গাপটিল ঝড় তোলেন। গাপটিল ৩০ করলেও মুনরো ৫৯ রান করেন। কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন করেন ৫১ রান। শেষ পর্যন্ত রস টেলর ৫৪ রানে অপরাজিত থাকেন। ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২০৩ রান তোলে নিউজিল্যান্ড।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা