ঢাকা প্লাটুনের বিদায়ঘণ্টা বাজাল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স
- নয়া দিগন্ত অনলাইন
- ১৩ জানুয়ারি ২০২০, ১৬:৪৮
বঙ্গবন্ধু বিপিএলে ঢাকা প্লাটুনের বিদায়ঘণ্টা বাজালো চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। সোমবার মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে এলিমেনেটরে মাশরাফি বিন মুর্তজার ঢাকাকে ৭ উইকেটে হারিয়েছে মাহমুদউল্লাহ রিয়াদের চট্টগ্রাম।
নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ঢাকার করা ১৪৪ রানের জবাবে ১৪ বল বাকি থাকতেই ৩ উইকেট হারিয়ে ১৪৭ রান করে চট্টগ্রাম।
চট্টগ্রামের পক্ষে সর্বোচ্চ ৩৮ রান করেন গেইল। তবে আজ চিরচেনা গেইলকে দেখা যায়নি। ৪৯ বলে সাজানো তার ইনিংসটিতে ২টি ছক্কা ও ১টি চারের মার ছিল।
ঢাকার বোলারদের জন্য আতংক হয়েছিলেন জিয়াউর রহমান এবং অধিনায়ক রিয়াদ। জিয়া ১২ বলে ৩টি ছক্কা ও ২টি চারে ২৫ এবং রিয়াদ ১৪ বলে ৪টি ছক্কায় ৩৪* রানের ঝড়ো ইনিংস খেলেন। এছাড়া ইমরুল কায়েস ২২ বলে ৩টি ছক্কা ও ১টি চারে ৩২ রান করেন।
ঢাকার পক্ষে শাদাব খান ২টি এবং মেহেদী হাসান ১টি উইকেট লাভ করেন।
এর আগে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে চট্টগ্রামের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৬০ রানের মধ্যেই ৭ উইকেট হারায় ঢাকা। নিয়মিত বিরতিতে উইকেট হারানো ঢাকাকে লড়াই করার পুঁজি এনে দেন শাদাব খান। পাকিস্তানি এই অলরাউন্ডার ৪১ বলে ৩ ছয় ও ৫ চারে ৬৪ রানের অপরাজিত ইনিংস খেলেন। এছাড়া থিসারা পেরেরা ১৩ বলে ২৫ এবং মুমিনুল হক ৩১ বলে ৩১ রান করেন।
চট্টগ্রামের রায়াদ এমরিট ৪ ওভারে ২৩ রান খরচায় ৩টি উইকেট নিয়ে ম্যাচসেরার পুরস্কার পান। এছাড়া নাসুম আহমেদ ও রুবেল হোসেন ২টি করে এবং রিয়াদ ১টি উইকেট লাভ করেন।
আগামী ১৫ জানুয়ারি দ্বিতীয় কোয়ালিফায়ারে মাঠে নামবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। সোমবার সন্ধ্যায় প্রথম কোয়ালিফায়ারে খুলনা টাইগার্স ও রাজশাহী রয়্যালসের মধ্যে পরাজিত দল হবে চ্যালেঞ্জার্সের প্রতিপক্ষ। আর প্রথম কোয়ালিফায়ারে জয়ী দল এবং দ্বিতীয় কোয়ালিফায়ারে জয়ী দল খেলবে ফাইনাল।
সূত্র : ইউএনবি
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা