তিনি ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি
- নয়া দিগন্ত অনলাইন
- ২১ ডিসেম্বর ২০১৯, ১৭:৪৫
সাতসকালে তাদের কাছে হাজির সান্তা বুড়ো। তাকে দেখে আনন্দ আর ধরে না হোমের খুদেদের। সান্তার থেকে উপহার পেয়ে খুশিতে জ্বলজ্বল করছিল তাদের মুখ। সান্তার উপহার যখন খুলে দেখছে ছোটরা, তখন হোমের এক ব্যক্তি বললেন, স্পাইডারম্যান ও সুপারম্যানের সঙ্গে দেখা করার ছিল। কিন্তু ওরা তো ছুটিতে গিয়েছে। তার পর ওই ব্যক্তি সান্তাকে জিজ্ঞাসা করলেন, ‘সান্তাজি বিরাট এখানে আছে না?’ তখন সান্তা খুদেদের জিজ্ঞাসা করলেন, তোমরা বিরাট কোহালির সঙ্গে দেখা করবে? সবাই তখন চেঁচিয়ে বলে, ‘হ্যাঁ...’।
এর পরই এল আসল চমক। ছোটদের থেকে পিছনে ফিরে নিজের সাজ খুললেন ‘সান্তা’। সাজ খুলে ফেলতেই চিৎকার করে উঠল খুদের দল। কারণ তাদের সামনে তখন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহালি! আনন্দে আত্মহারা খুদের দল ছুটে যায় বিরাটের দিকে, জড়িয়ে ধরে তাঁকে।
এই ঘটনার ভিডিয়ো বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছে একটি স্পোর্টস চ্যানেল। তার পর সেই ভিডিও দেখা হয়েছে ছয় লক্ষও বারেরও বেশি।
তবে ভিডিওটির শুট হয়েছিল নভেম্বরে। বারুইপুরের একটি হোমে। ওই হোমের খুদেরা সবাই এইচআইভি আক্রান্ত। কলকাতায় পিঙ্ক টেস্ট চলার সময় সেখানে গিয়েছিলেন বিরাট। আনন্দবাজার পত্রিকা
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা