২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ওয়েন্ট ইন্ডিজকে হারিয়ে সমতায় ফিরল ভারত

- ছবি : এএফপি

ভারতের মাঠে আজ আর ইতিহাস গড়f হলো না ওয়েস্ট ইন্ডিজের। অপেক্ষা করতে হবে সামনের ম্যাচের জন্য। বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারতের বিপক্ষে ৩৮৮ রানের টার্গেট তাড়া করতে নেমে ১০৭ রানে হেরে যায় ক্যারিবীয়রা। উইন্ডিজকে হারিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-১ সমতায় ফেরে স্বাগতিক ভারত। প্রথম ম্যাচে ভারতের করা ২৮৭ রান তাড়া করে ৮ উইকেটের দাপুটে জয় পায় কাইরন পোলার্ডের নেতৃত্বাধীন দলটি।

বুধবার বিশাখাপতনমে অনুষ্ঠিত ম্যাচে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে রোহিত শর্মা ও লোকেশ রাহুলের জোড়া সেঞ্চুরিতে ৫ উইকেটে রেকর্ড সর্বোচ্চ সপ্তম ৩৮৭ রানের পাহাড় গড়েছে ভারত।

ভারতের মাঠে ওয়ানডে সিরিজ জিততে হলে কায়রন পোলার্ডের নেতৃত্বাধীন দলকে রেকর্ড গড়তে হতো। কারণ এত বড় স্কোর তাড়া করে জয়ের রেকর্ড নেই উইন্ডিজের। এর আগে চলতি বছরের মে মাসে আয়ারল্যান্ড সফরে স্বাগতিকদের বিপক্ষে সর্বোচ্চ ৩২৭ রান চেজ করে জয় পেয়েছিল ক্যারিবীয়রা।

বুধবার ব্যাটিংয়ে নেমে কুলদীপ যাদবের স্পিন আর মোহাম্মদ সামির গতিতে বিভ্রান্ত হয়ে ৪৩.৩ ওভারে ২৮০ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ। দলের হয়ে সর্বোচ্চ ৭৮ রান করেন ওপেনার শাই হোপ। আগের ম্যাচে ১০২ রানের অপরাজিত ইনিংস খেলে দলের জয়ে অবদান রেখেছিলেন ক্যারিবীয় এ ওপেনার।

এছাড়া ৪৭ বলে ৭৫ রান করেন নিকোলাস পুরান। ৪২ বলে ৪৬ রান করেন কিমো পাওয়েল। ৩৫ বলে ৩০ রান করেন এভিন লুইস। ভারতের হয়ে ওয়ানডে ক্রিকেটে দ্বিতীয় হ্যাটট্রিক করেন কুলদীপ যাদব। এর আগে তিনি ২০১৭ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন। এছাড়া ৩ উইকেট শিকার করেন মোহাম্মদ সামি।

বুধবার সিরিজ সমতায় ফেরার ম্যাচে ব্যাটিংয়ে ঝড় তুলেন ভারতের সেরা ওপেনার রোহিত শর্মা ও লোকেশ রাহুর। ক্যারিয়ারের ২২০তম ওয়ানডেতে ২৮তম সেঞ্চুরি তুলে নেন রোহিত। আর ক্যারিয়ারের ২৫তম ম্যাচে তৃতীয় সেঞ্চুরি করেন রাহুল।

উদ্বোধনীতে ব্যাটিংয়ে নেমে ৪৩.৩ ওভার পর্যন্ত ব্যাটিং করেন তিনি। লম্বা সময় ব্যাটিং করে ১৩৮ বল খেলে ১৭টি চার ও ৫টি ছক্কায় ১৫৯ রান করে ফেরেন রোহিত।

টসে হেরে ব্যাটিংয়ে নেমে লোকেশ রাহুলের সঙ্গে ৩৭ ওভারে ২২৭ রানের জুটি গড়েন রোহিত। এই জুটিতেই জোড়া সেঞ্চুরি তুলে নেন ভারতীয় এ দুই ওপেনার। ক্যারিয়ারের ২৫তম ম্যাচে তৃতীয় সেঞ্চুরি তুলে নিয়ে সাজঘরে ফেরেন রাহুল। সাজঘরে ফেরার আগে ১০৪ বলে ৮টি চার ও তিন ছক্কায় ১০২ রান করে ফেরেন তিনি।

সেঞ্চুরি তুলে রাহুল ফিরে গেলেও তিন অংকের ফিগার গড়ার পর স্কোর লম্বা করতে ব্যাটিং তাণ্ডব অব্যাহত রাখেন রোহিত শর্মা। ১০৬ বলে সেঞ্চুরি পূর্ণ করা ভারতীয় এ ওপেনার সাজঘরে ফেরার আগে খেলেন ১৩৮ বলে ১৫৯ রানের ঝকঝকে ইনিংস।

ইনিংসের শেষ দিকে ব্যাটিং তাণ্ডব অব্যাহত রাখেন স্রেয়াশ আয়ার, রিশব প্যান্ট ও কেদার যাদব। ৩২ বলে তিনটি চার ও ৪টি দৃষ্টিনন্দন ছক্কায় ৫৩ রান করে ফেরেন স্রেয়াশ। মাত্র ১৬ বল খেলে তিন চার ও ৪টি ছক্কায় ৩৯ রান করেন রিশব। ১০ বলে ১৬ রান করেন যাদব। ব্যাটসম্যানদের দাপুটে ব্যাটিংয়ে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩৮৭ রানের পাহাড় গড়ে ভারত।


আরো সংবাদ



premium cement
রাজনীতিকে দু’ভাগ করা হয়েছে : জি এম কাদের ক্ষমতায় গেলে নারীদের সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করবে জামায়াত : জামায়াত আমির কুর্মিটোলা হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার মোজাম্বিকে ঘূর্ণিঝড় চিডোর আঘাতে মৃত বেড়ে ৯৪ হাসিনাকে বিচারের মুখোমুখি করা অন্তর্বর্তী সরকারের দায়িত্ব : সাকি আ’লীগ নেতাদের নিয়ে ’জাগোনারীর’ সমাবেশ, আমন্ত্রণে নেই বিএনপি-জামায়াত জাহাজে ৭ খুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন রাষ্ট্রপতির প্রেস সচিব হলেন সরওয়ার আলম প্রধান উপদেষ্টার সাথে বিশ্বব্যাংকের আবাসিক পরিচালকের বিদায়ী সাক্ষাৎ জলবায়ু পরিবর্তন মোকাবেলায় তরুণদের প্রস্তুতি নিতে হবে : পরিবেশ উপদেষ্টা চুয়াডাঙ্গায় বিজিবির অভিযানে ৪টি স্বর্ণের বার উদ্ধার

সকল