২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

পাকিস্তানে পৌঁছালো শ্রীলঙ্কা ক্রিকেট দল

-

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ইসলামাবাদে পৌঁছালো শ্রীলঙ্কা ক্রিকেট দল। সোমবার পূর্ণ শক্তির দল নিয়ে পাকিস্তান সফরে পৌছায় দিমুথ করুনারত্নের দল। পাকিন্তানের প্রভাবশালী সংবাদমাধ্যম ডন এক খবরে বিষটি নিশ্চিত করেন।

দীর্ঘ ১০ বছর পর পাকিস্তানের ঘরের মাটিতে আবারো অনুষ্ঠিত হতে যাচ্ছে টেস্ট ক্রিকেট। ২০০৯ সালে শ্রীলঙ্কা ক্রিকেট দলেরই গাড়িবহরে হামলা চালায় দুর্বৃত্তরা। এরপর ১০টি বছর আর কোনো সাদা পোশাকের দল আসেনি পাকিস্তানে। অবশেষে সেই শ্রীলঙ্কা ক্রিকেট দলের হাত ধরেই পাকিস্তানে পড়তে যাচ্ছে সাদা পোশাকের আলো।

এর আগে দুর্বল দল নিয়ে পাকিস্তানে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলে গেছে লঙ্কানরা। নিরাপত্তায় সন্তুষ্ট হয়ে এবার পূর্ণ শক্তির দল নিয়েই টেস্ট খেলতে আসেছে শ্রীলঙ্কা। স্কোয়াডে জায়গা পেয়েছেন দীর্ঘদিন দলের বাইরে থাকা দিনেশ চান্দিমাল। চোট পেয়ে দল থেকে ছিটকে পড়েছেন সুরাঙ্গা লাকমল। তার জায়গায় দলে যোগ হয়েছেন নবমুখ আসিথা ফার্নান্দো।

১১ ডিসেম্বর রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টেস্টে এবং ১৯ ডিসেম্বর করাচি ন্যাশনাল স্টেডিয়ামে দ্বিতীয় টেস্ট ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান ও শ্রীলঙ্কা।

শ্রীলঙ্কা টেস্ট দল : দিমুথ করুণারত্নে, ওশাদা ফার্নান্দো, কুসাল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথিউস, দিনেশ চান্দিমাল, কুসাল পেরেরা, লাহিরু থিরিমান্নে, ধনাঞ্জয়া ডি সিলভা, নিরোশান ডিকওয়েলা, দিলরুয়ান পেরেরা, লাসিথ এমবুলদেনিয়া, লাহিরু কুমারা, বিশ্ব ফার্নান্দো, কাসুন রাজিথা, আসিথা ফার্নান্দো ও লাকসান সান্দাকান।

পাকিস্তান টেস্ট দল : আজহার আলি (অধিনায়ক), বাবর আজম, মোহাম্মদ আব্বাস, আসাদ শাফিক, আবিদ আলি, শাহিন শাহ আফ্রিদি, শান মাসুদ, নাসিম শাহ, কাশিফ ভাট্টি, উসমান সিনওয়ারি, ইমাম উল হক, ইমরান খান, হারিস সোহেল, মোহাম্মদ রিজওয়ান, ইয়াসির শাহ, ফাওয়াদ আলম।

সূত্র : দ্য ডন


আরো সংবাদ



premium cement
নতুন স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি এনআইডির তথ্য বেহাত : কম্পিউটার কাউন্সিলের সাথে ইসির চুক্তি বাতিল রাজশাহীতে তেলের ডিপোতে আগুন নিজেদের স্বার্থে যেকোনো সিদ্ধান্ত নিতে ভয় পাবে না ভারত : জয়শঙ্কর ড. মুহাম্মদ ইউনূস আল-আজহার শিক্ষার্থীদের যেসব বিষয়ে অনুপ্রাণিত করেছেন কেরানীগঞ্জে ৩ ফসলি জমির মাটি কেটে ইটভাটায় বিক্রি করছে সন্ত্রাসীরা ২১ দিনে এলো ২০০ কোটি ডলার রেমিট্যান্স সাবেক প্রতিমন্ত্রী কায়কোবাদের সাথে তুর্কি এমপির সাক্ষাৎ শিক্ষক নিয়োগে দুর্নীতিতে বিশ্ববিদ্যালয়গুলো পঙ্গু হওয়ার পথে : শিক্ষা উপদেষ্টা রাজধানীর শ্যামলীতে মাদরাসা বন্ধের হুমকি গণ-অভ্যুত্থানের আকাক্সক্ষা বাস্তবায়ন করবে দুদক : ড. মোমেন

সকল