ভাইরাল জ্যাক ক্যালিসের অদ্ভূত স্টাইল!
- নয়া দিগন্ত অনলাইন
- ২৯ নভেম্বর ২০১৯, ২০:১৩
মুখমণ্ডলের একদিকে দাড়ি-গোঁফ। আর অন্যদিকটি সুন্দরভাবে শেভ করা। নিজের এমন লুকের দুটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করলেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন তারকা জ্যাক ক্যালিস। যা দেখে বেশ অবাক নেটিজেনরা। হঠাৎ কী হল প্রাক্তন অলরাউন্ডারের! তার ভক্তরা বুঝে উঠতে পারছেন না, এ কেমন স্টাইল!
জ্যাক ক্যালিসের এমন একদিকে দাড়ি-গোঁফ রাখার স্টাইল সচরাচর চোখে পড়ে না। তাহলে কেন তিনি এভাবে ছবি পোস্ট করলেন? ফ্যানদের কৌতূহল নিজেই অবশ্য মিটিয়েছেন প্রাক্তন প্রোটিয়া তারকা। জানিয়েছেন, একটি বিশেষ সামাজিক কারণে এভাবে দাড়ি-গোঁফ কামিয়েছেন তিনি।
পোস্টের সঙ্গে ক্যালিস লেখেন, “আগামী কয়েকটা দিন খুব আকর্ষণীয় হতে চলেছে। গণ্ডার রক্ষা এবং গল্ফের উন্নতির স্বার্থে এমনটা করেছি।” আসলে দক্ষিণ আফ্রিকায় গণ্ডার বাঁচানোর কর্মসূচিতে ‘সেভ দ্য রাইনো’ স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে যোগ দিয়েছেন ক্যালিসও। সাধারণ মানুষকে গণ্ডার রক্ষার বিষয়ে সচেতন করতে এবং এর জন্য অর্থ জোগাড় করতে মুখের একদিকের দাড়ি-গোঁফ এবং বুকের একদিকের লোম শেভ করে ফেলেছেন তিনি। সংবাদপ্রতিদিন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা