২৩ জানুয়ারি ২০২৫, ০৯ মাঘ ১৪৩১, ২২ রজব ১৪৪৬
`

ঝড় তুলে ফিরলেন সৌম্য-নাঈম

সাজঘরে ফিরছেন সৌম্য সরকার (ফাইল ফটো) - সংগৃহীত

পাকিস্তানের দেয়া বড় সংগ্রহ তাড়া করতে নেমে শুরুতেই ফিরলেন বাংলাদেশের দুই ওপেনার সৌম্য সরকার ও মোহাম্মদ নাঈম। ব্যাট হাতে প্রথম থেকেই ঝড় তুলেছিলেন তারা। সংগ্রহের প্রায় পুরোটাই এসেছে চার-ছক্কা থেকে। ৬ বলে দুটি বাউন্ডারি ও একটি ছক্কা ১৫ রান করেন সৌম্য। সামিন গুলের বলে প্রথমেই বিদায় নেন তিনি। তিন ওভার পরেই ফিরেন অপর ওপেনার নাঈম।

এখন ক্রিজে আছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও ইয়াসির আলি। বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৪৯ রান।

এর আগে সকালে মিরপুরে এশিয়ান ক্রিকেট কাউন্সিল ইমার্জিং টিমস কাপের ফাইনালে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ব্যাট করতে নেমে ৬ উইকেটে ৩০১ রানের বড় সংগ্রহ দাঁড় করায় পাকিস্তান।

টস হেরে ব্যাট করতে নেমে মাত্র ৪ রানে সাজঘরে ফিরেন পাকিস্তানি ওপেনার ওমর ইউসুফ। দুই ওভার পর ফিরেন অপর ওপেনার হায়দার আলি। এরপর জুটি গড়েন রোহেল নাজির ও ইমরান রফিক। এ জুটিই পাকিস্তানকে বড় সংগ্রহ গড়তে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তারা শতাধিক রানের পার্টনারশিপ গড়েন।

সেঞ্চুরি করেছেন নাজির। আর হাফসেঞ্চুরি করেছেন রফিক।

১১১ বলে ১২ বাউন্ডারি ও তিনটি ছক্কায় ১১৩ রান করেন নাজির। আর ৮৮ বলে চারটি বাউন্ডারি ও দুটি ছক্কায় ৬২ রান করেন রফিক।

এ দুর্ধর্ষ জুটি ভাঙেন বাংলাদেশের মেহেদি হাসান। দলীয় ১৫৮ রানে ফেরান রফিককে। তার বিদায়ে ক্রিজে আসেন সৌদ শাকিল। তার সাথে জুটি গড়ে নিজের সেঞ্চুরি পূর্ণ করেন নাজির। দলীয় ২৪৩ রানে হাসান মাহমুদের শিকার হয়ে ফিরেন তিনি।

এরপর বাকি কাজ করেন অধিনায়ক শাকিল, খুশদিল শাহ ও আহমেদ বাট।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট শিকার করেন সুমন খান আর দুটি নেন হাসান মাহমুদ। একটি তুলেন মেহেদি হাসান।


আরো সংবাদ



premium cement
শীতে কাহিল নীলফামারীর জনজীবন লস অ্যাঞ্জেলেসের উত্তরে পাহাড়ি এলাকায় নতুন দাবানল ছড়িয়ে পড়ছে পান্থপথের বহুতল ভবনের আগুন জামায়াত নেতা আজহারের মৃত্যুদণ্ডের রিভিউ শুনানি আজ থাইল্যান্ডের ই-ভিসা জটিলতায় বাংলাদেশীরা মানিকগঞ্জে ছাত্রদের উপর প্রকাশ্যে সশস্ত্র হামলার নেতা আব্দুর রাজ্জাক গ্রেফতার নোবিপ্রবিতে বিকন অব ব্রিলিয়্যান্স আয়োজন করছে ছাত্রশিবির জাতীয় স্বার্থের উপর জোর দেবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি : রুবিও অভিষেক ঝড়ে পাত্তাই পেল না ইংল্যান্ড শেষ ষোলোর আশা বাঁচিয়ে রাখতে রিয়ালের বড় জয় ড. ইউনূস পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে ক্রিস্টিন লাগার্ডের সহায়তা চান

সকল