২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

পাকিস্তানের বড় সংগ্রহ তাড়া করবে বাংলাদেশ

সেঞ্চুরি করেছেন রোহেল নাজির - ক্রিকইনফো

এশিয়ান ক্রিকেট কাউন্সিল ইমার্জিং টিমস কাপের ফাইনালে আজ লড়াই করছে বাংলাদেশ ও পাকিস্তান। সকালে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ব্যাট করতে নেমে ৬ উইকেটে ৩০১ রানের বড় সংগ্রহ দাঁড় করেছে পাকিস্তান।

সকাল ৯টায় মিরপুরে টস হেরে ব্যাট করতে নেমে মাত্র ৪ রানে সাজঘরে ফিরেন পাকিস্তানি ওপেনার ওমর ইউসুফ। দুই ওভার পর ফিরেন অপর ওপেনার হায়দার আলি। এরপর জুটি গড়েন রোহেল নাজির ও ইমরান রফিক। এ জুটিই পাকিস্তানকে বড় সংগ্রহ গড়তে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তারা শতাধিক রানের পার্টনারশিপ গড়েন।

সেঞ্চুরি করেছেন নাজির। আর হাফসেঞ্চুরি করেছেন রফিক।

১১১ বলে ১২ বাউন্ডারি ও তিনটি ছক্কায় ১১৩ রান করেন নাজির। আর ৮৮ বলে চারটি বাউন্ডারি ও দুটি ছক্কায় ৬২ রান করেন রফিক।

এ দুর্ধর্ষ জুটি ভাঙেন বাংলাদেশের মেহেদি হাসান। দলীয় ১৫৮ রানে ফেরান রফিককে। তার বিদায়ে ক্রিজে আসেন সৌদ শাকিল। তার সাথে জুটি গড়ে নিজের সেঞ্চুরি পূর্ণ করেন নাজির। দলীয় ২৪৩ রানে হাসান মাহমুদের শিকার হয়ে ফিরেন তিনি।

এরপর বাকি কাজ করেন অধিনায়ক শাকিল, খুশদিল শাহ ও আহমেদ বাট।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট শিকার করেন সুমন খান আর দুটি নেন হাসান মাহমুদ। একটি তুলেন মেহেদি হাসান।

এখন ৩০২ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নামবে শান্ত-সৌম্যরা।


আরো সংবাদ



premium cement