০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১, ৭ রজব ১৪৪৬
`

জান্নাতের বোলিং তোপে বিধ্বস্ত ওয়েস্ট ইন্ডিজ

উইকেট শিকারের পর কারিম জান্নাতের উদযাপন - ক্রিকইনফো

আফগানিস্তানের কারিম জান্নাতের বোলিং তোপে বিধ্বস্ত হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ফলে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-২০তে ৪১ রানে হেরেছে তারা। সিরিজে সমতায় ফিরেছে আফগানরা। এর আগে প্রথম ম্যাচে ৩০ রানে আফগানদের হারায় ক্যারিবিয়রা।

শনিবার সন্ধ্যায় লখনৌয়ে টস জিতে ব্যাট করতে নামে আফগানিস্তান। শুরু থেকেই ব্যাটে ঝড় তোলে আফগান ওপেনার হযরতুল্লাহ জাজাই। চার-ছক্কায় ১৫ বলে দুটি বাউন্ডারি ও একটি ছক্কায় ২৬ রান তোলেন তিনি। জাজাইয়ের সঙ্গী হিসেবে ছিলেন রহমানুল্লাহ গুরবাজ। ৪ ওভারেই ৪২ রান তুলে ফেলে তারা। কিন্তু ওভারেই দ্বিতীয় বলেই কেসরিক উইলিয়ামসের বলে সাজঘরে ফিরেন গুরবাজ। ১২ বলে দুই বান্ডারিতে ১৫ রান করেন। পরের বলেই উইলিয়ামসের শিকার হয়ে ফিরেন হযরতুল্লাহ।

কারিম জান্নাত ও আসগর আফগান - দুই ভাই জুটি গড়ে কিছুটা পথ এগিয়ে গেলেও জেসন হোল্ডার তাদের রুখে দেন। মাঠ ছাড়া করেন আসগরকে। দুই ওভার পরই ফিরেন জান্নাত। ১৮ বলে ৫ বাউন্ডারি হাঁকিয়ে ২৬ রান করেন এই অলরাউন্ডার।

এরপর নাজিবুল্লাহ জারদান ও গুলবদিন নায়েব দলের সংগ্রহ বাড়ান। বাকিরা তেমন অবদান রাখতে পারেননি। ফলে সংগ্রহ দাঁড়ায় ৭ উইকেটে ১৪৭ রান।

ক্যারিবিয় বোলার কেসরিক উইলিয়ামস সর্বোচ্চ তিনটি উইকেট শিকার করেন।

১৪৮ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে দীনেশ রামদিন ছাড়া ক্যারিবিয়দের আর কেউ ব্যাট হাতে ক্রিজে বেশিক্ষণ টিকতে পারেননি। আফগান বোলিং তোপে ৮ উইকেটে ১০৬ রানেই শেষ হয় তাদের সংগ্রহ।

সর্বোচ্চ পাঁচটি উইকেট শিকার করেন কারিম জান্নাত। ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন তিনি।

এই জয়ে তিন ম্যাচের সিরিজটি সমতা হয়েছে। ফলাফল নিধারণী তৃতীয় ম্যাচটি হবে আজ সন্ধ্যা সাড়ে ৭টায়।


আরো সংবাদ



premium cement
ওয়াসার তাকসিমসহ ১০ জনের নামে দুদকের মামলা যুদ্ধাপরাধের দায়ে ব্লিঙ্কেনের বিরুদ্ধে ব্যবস্থা নেবে হামাস মতলবে গাছের নিচে চাপা পড়ে ব্যবসায়ীর মৃত্যু টিসিবির নতুন চেয়ারম্যান ফয়সাল আজাদ গফরগাঁওয়ে বেকু ও জুয়ার সরঞ্জামসহ নৌকা জব্দ বিগত ১৫ বছরের আচরণ থেকে বের হতে চায় পুলিশ : ডিএমপি কমিশনার ফেসবুক ও ইন্সটাগ্রামে ফ্যাক্টচেকার রাখছে না মেটা ইজতেমা মাঠে সঙ্ঘর্ষ : সৈয়দ ওয়াসিফুল ইসলামসহ ২৩ জনের আগাম জামিন ফুলবাড়ীতে পরিবেশ রক্ষায় ইটভাটার বিরুদ্ধে অভিযান সচিবালয়ের সামনে পুলিশ-শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়ায় তদন্ত কমিটি আড়াইহাজারে বিএনপির সাবেক শিল্পবিষয়ক সম্পাদক রোকন উদ্দিন মোল্লার স্মরণে দোয়া মাহফিল

সকল