বাবর-শফিকের দুরন্ত ব্যাটিংয়ে উড়ন্ত সংগ্রহ পাকিস্তানের
- নয়া দিগন্ত অনলাইন
- ১৬ নভেম্বর ২০১৯, ১০:২৮
হার দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শেষ করলো পাকিস্তান। সমানে আছে দুই ম্যাচের টেস্ট সিরিজ। টেস্টে ঘুরে দাঁড়ানোই এখন বাবর-আজহারদের প্রধান লক্ষ্য। তার আগে নিজেদের ঝালিয়ে নিতে শ্রক্রবার থেকে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে দুই দিনের অনুশীলন ম্যাচে মাঠে নামে পাকিস্তান ক্রিকেট দল। আর সেখানে রীতিমতো রানের ফুলফি ছুটিয়েছেন পাকিস্তানের ব্যাটসম্যানরা।
৭ উইকেটে ৩৮৬ রানে ইনিংস ঘোষণা করেছে পাকিস্তান।
প্রথম প্রস্তুতি ম্যাচে সেঞ্চুরি হাঁকানো আসাদ শফিক এই ম্যাচেও তুলে নেন সেঞ্চুরি। ১০১ রান করে অপরাজিত থাকেন শফিক। ওপেনার শান মাসুদের ব্যাট থেকে আসে ৭৬, ইমাম-উল হক করেন ৪৪, বাবর আজমের ৬৩ ও কাসিফ ভাট্টির অপরাজিত ৫৬ রানের ওপর ভর করে ৩৮৬ রান করে ইনিংস ঘোষণা করে পাকিস্তান।
বাবরের ব্যাট থেকে আসে ১৫৭ ও শফিকের ব্যাট থেকে আসে ১১৯ রান। অপরাজিত থেকে দিন শেষ করলেও দ্বিতীয় দিন ব্যাট হাতে আর নামেননি দুই ব্যাটসম্যান। অন্যদের ব্যাট করার সুযোগ দিয়েছেন তারা।
অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে লয়েড পোপে ৫টি, ওয়াকলি ও গ্র্যান্ট একটি করে উইকেট শিকার করেন।
৩৮৭ রানের জবাবে ব্যাট করতে নেমে এ রিপোর্ট লিখা পর্যন্ত ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের সংগ্রহ ৮৫ রান।
২১ নভেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে মুখোমুখি হবে পাকিস্তান।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা