এবারো ফলোঅনের শঙ্কায় দ. আফ্রিকা
- নয়া দিগন্ত অনলাইন
- ২১ অক্টোবর ২০১৯, ১২:৫৭
ভারতের বিপক্ষে সিরিজের শেষ টেস্টেও ফলোঅনের আশঙ্কায় আছে দক্ষিণ আফ্রিকা। রোববার দ্বিতীয় দিনে ভারতের পাহাড়সম প্রথম ইনিংসের সামনে ৮ রানেই দুই উইকেট হারিয়ে বসে প্রোটিয়ারা। আজ সেই ধারাবাহিকতায় আরো ৪ উইকেটের পতন হয়েছে। লাঞ্চের আগে তাদের সংগ্রহ ৬ উইকেট হারিয়ে ১২৯ রান।
গতকাল ৯ উইকেটে ৪৯৭ রানে প্রথম ইনিংস ঘোষণা করে ভারত।
এরপর ব্যাট করতে নেমে প্রথম ওভারের দ্বিতীয় বলেই মোহাম্মদ শামির শিকার হন দক্ষিণ আফ্রিকার ওপেনার ডেন এলগার। পরের ওভারেই উমেশ যাদবের বলে সাজঘরে ফিরেন অভিজ্ঞ কুইন্টন ডি কক। দিন শেষে ২ উইকেট হারিয়ে ৮ রান নিয়ে বাড়ি ফিরে প্রোটিয়ারা।
আজ ব্যাট করতে নেমে ষষ্ঠ ওভারে যাদবের শিকার হন ফাফ ডু প্লেসিস। মাত্র ১ রান করতে পারেন তিনি। দলের এই কঠিন সময়ে টেম্বা বাভুমাকে সাথে নিয়ে জুবায়ের হামজা বড় একটা পার্টনারশিপ গড়েন। দলীয় ১৬ রান থেকে তারা ১০৭ রানে নিয়ে দাঁড় করায়। অর্ধশত করেন জুবায়ের। ৭৯ বলে ৬২ রান করে রবিন্দ্র জাদেজার বলে সাজঘরে ফেরেন। তার সাথেই শেষ হয় দক্ষিণ আফ্রিকার লড়াই। কিছুটা বিরতি দিয়ে আরো দুটি উইকেটের পতন হয়।
এর আগে সিরিজের দ্বিতীয় টেস্টেও ফলোঅনে পড়ে দক্ষিণ আফ্রিকা। ১৩৭ রানে ভারতের কাছে হারে তারা।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা