২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ভালো অবস্থানে ইংল্যান্ড

-

অ্যাশেজ সিরিজের পঞ্চম টেস্টের তৃতীয় দিনে জো ডেনলির ৯৪ রানের সুবাদে ভালো অবস্থানে আছে ইংল্যান্ড। দিন শেষে দ্বিতীয় ইনিংসে তাদের সংগ্রহ ৮ উইকেটে ৩১৩ রান। ফলে ৩৮২ রানের লিড নিয়েছে তারা।

এর আগে প্রথম ইনিংসে ২৯৪ রান করে ইংলিশরা। আর অস্ট্রেলিয়া ২২৫ রানে অলআউট হয়। একাই লড়াই করে যান স্টিভেন স্মিথ। ৮০ রান করেন তিনি।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে অর্ধশত রানের জুটি গড়েন দুই ইংলিশ ওপেনার রোরি বার্নস এবং ডেনলি। দলীয় ৫৪ রানে সাজঘরে ফিরেন বার্নস। নাথান লিও'র বলে ব্যক্তিগত ২০ রানে সাজঘরে ফিরেন বার্নস।

এরপর ডেনলির সাথে জুটি বাধেন অধিনায়ক জো রুট ও বেন স্টোকস। রুট বেশিদুর যেতে না পারলেও স্টোকস পাড়ি দেন অনেকটা পথ। দলীয় ২১৪ রানে এই জুটির ভাঙন ধরান লিও'ই। পাঁচটি বাউন্ডারি ও দুটি ছক্কায় ৬৭ রানের অনবদ্য ইনিংস খেলে মাঠ ছাড়েন তিনি।

তারপর ফিরে যান ডেনলি। সেঞ্চুরি থেকে মাত্র ৬ রান দুরে থাকতেই সিডলের শিকার হয়ে সাজঘরে ফিরেন ডেনলি। এরপর জশ বাটলার ছাড়া আর কেউই তেমন রান করতে পরেননি। বাটলার ৪৭ রান করেন।

তৃতীয় দিন শেষে ক্রিজে ছিলেন আর্চার-লিচ জুটি। চতুর্থদিন তারা লিড আরো বাড়াতে পারলেই অস্ট্রেলিয়াকে কঠিন চ্যালেঞ্জ দিতে পারবে ইংল্যান্ড।


আরো সংবাদ



premium cement