২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ভেবেছিলাম কোহলিই সেরা, কিন্তু স্মিথ...

- ছবি : সংগৃহিত

দীর্ঘ ১৬ মাস পর সাদা পোশাকের দলে ফিরলেন স্টিভেন স্মিথ। ১২ মাসের নির্বাসন কাটিয়ে অ্যাশেজই ছিল তার প্রথম টেস্ট সিরিজ। আর মাঠে ফিরেই এখন ক্রিকেট বিশ্বে আলোচনার কেন্দ্রে একুট নাম স্মিথ। এতটা কঠিন সময় পার করে দলে ফিরে যে চমক দিয়েছেন তা দেখে রীতিমতো অবাক ক্রিকেট বিশেষজ্ঞরা। সেই ধারাবাহিকতায় ভারতের অধিনায়ক বিরাট কোহলি এবং স্মিথকে নিয়ে চলছে  তুলনা।

কে এগিয়ে, কে পিছিয়ে? কিন্তু সাময়িকভাবে বিরাটকে ছাপিয়ে গেছেন স্মিথ তার ধারাবাহিকতা দিয়ে। তাচতুর্থ টেস্টে প্রথম ইনিংসে ডবল সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসে ৯২ বলে ৮২ রান করেছেন তিনি। যার ফলে এক ম্যাচে বাকি থাকতে অস্ট্রেলিয়া ২-১-এ সিরিজে এগিয়ে গিয়েছে। দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ইতিমধ্যেই পাঁচ ইনিংসে ঝুলিতে পুড়ে নিয়েছেন ৬৭১ রান এই চলতি অ্যাশেজে। অস্ট্রেলিয়ার কোচ জাস্টিন ল্যাঙ্গার যার পর তাকে বিরাটের থেকে এগিয়ে রাখতে দ্বিতীয়বার ভাবছেন না। সদ্য টেস্ট ক্রিকেট র‍্যাঙ্কিংয়ে এই স্টিভ স্মিথের কাছে শীর্ষ স্থান হারিয়েছেন ভারতীয় অধিনায়ক।

ল্যাঙ্গার বলেন, ‘‘আমি ভাবতাম আমার দেখা সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি, কারণ ও যেভাবে খেলে। কিন্তু স্টিভ স্মিথের উচ্চতা আলাদা পর্যায়ের।''

তিনি এর সঙ্গে জুড়ে দেন, ‘‘ও সমস্যার সমাধান করতে পারে। ওর খেলার জন্য খিদে এরকম আর কারও মধ্যে দেখি‌নি।'' ল্যাঙ্গার  প্যাট কামিন্সেরও প্রশংসা করতে ভোলেননি।  আইসিসি টেস্ট বোলিং র‍্যাঙ্কিংয়ে এখন তিনিই শীর্ষে রয়েছেন।

তিনি বলেন, ‘‘আমরা বিশ্বের সেরা ফাস্ট বোলারকে (প্যাট কামিন্স) আমাদের দলে পেয়েছি। এবং বিশ্বের সেরা টেস্ট ব্যাটসম্যানও আমাদের দলেই রয়েছে।''


আরো সংবাদ



premium cement
কারো সাথে সম্পর্ক ভালো করতে গিয়ে আর স্বার্থ বিকিয়ে দেবে না রাশিয়া ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রণোদনার পেঁয়াজ বীজ সরবরাহ মার্সেল সিওলাকু পুনরায় রোমানিয়ার প্রধানমন্ত্রী নিযুক্ত বাংলাদেশে সরবরাহ কমেছে, শ্রীলঙ্কায় বিদ্যুৎ বিক্রি করতে চায় আদানি বিপিএলের মিউজিক ফেস্ট শুরু ট্রেন দুর্ঘটনার প্রতিবাদে সার্বিয়ার রাজধানীতে বিক্ষোভ সরকারি-বেসরকারি স্কুলে অর্ধবার্ষিক পরীক্ষা জুনে, বার্ষিক নভেম্বরে ফেনীতে প্রতিবন্ধীদের হুইল চেয়ার বিতরণ লক্ষ্মীপুরে পুকুরের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু দৌলতদিয়ায় ৫২ হাজারে পদ্মার বোয়াল বিক্রি দেশের মেরিন অ্যাকাডেমিগুলোকে আন্তর্জাতিক মানের করা হবে : নৌ-পরিবহন উপদেষ্টা

সকল