৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ন ১৪৩১, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

পুশ-ইন ঠেকাতে সীমান্তে বিজিবি’র টহল জোরদার

- ছবি : সংগৃহীত

নীলফামারীর ডিমলা উপজেলার সীমান্তে পুশ-ইন ঠেকাতে বিজিবি’র টহল জোরদারসহ জনপ্রতিনিধিদের সাথে বিজিবি’র বৈঠক অনুষ্ঠিত।

আজ বুধবার দুপুরে ডিমলা উপজেলার পূর্বছাতনাই ইউনিয়নের বিট-খাটাল চত্বরে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

প্রাপ্ত তথ্যে জানা গেছে, সম্প্রতি ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে নাগরিক তালিকা থেকে বাদ পড়া কোন মানুষ যাতে অবৈধভাবে প্রবেশ করতে না পারে এ লক্ষ্যে ডিমলা উপজেলার থানার কোম্পানি কমান্ডারের উদ্যোগে জন সতর্কতামূলক এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন, উপজেলার থানার কোম্পানি কমান্ডার নজরুল ইসলাম, কালীজ্ঞ বিওপি’র নায়েক সুবেদার হাদিরুল ইসলাম ও পূর্ব-ছাতনাই ইউপি চেয়ারম্যান প্রভাষক আব্দুল লতিফ খানসহ এলাকার বিভিন্ন ওয়ার্ডের সদস্যবৃন্দ।

থানার হাট বিওপি’র কোম্পানি কমান্ডার নজরুল ইসলাম বৈঠকের সত্যতা নিশ্চিত করে বলেন, সকল ধরণের পুশ-ইন ঠেকাতে ইতোমধ্যে সীমান্তে বিজিবি’র টহল জোরদার করা হয়েছে।

 


আরো সংবাদ



premium cement