২৩ জানুয়ারি ২০২৫, ০৯ মাঘ ১৪৩১, ২২ রজব ১৪৪৬
`

এক ঝাঁক নতুন মুখ রেখে প্রাথমিক দল ঘোষণা করল বাংলাদেশ

- ছবি : সংগৃহীত

এক ঝাঁক নতুন মুখ দলে রেখে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট ও ত্রিদেশীয় সিরিজকে সামনে রেখে ৩৫ জনের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

শফিকুল ইসলাম, নাঈম শেখ, সাইফ হাসান, শহিদুল ইসলাম, মেহেদী হাসান ও আমিনুল ইসলাম বিপ্লবের মতো তরুণ ক্রিকেটাররা প্রথমবারের মতো জায়গা পেয়েছেন জাতীয় ক্রিকেট দলের অনুশীলন ক্যাম্পে। আন্তর্জাতিক ক্রিকেটের অভিজ্ঞতা না থাকা ইয়াসির আলী, ইয়াসিন আরাফাতও এই দলে জায়গা পেয়েছেন। দীর্ঘ  সময় পর বাংলাদেশ দলের অনুশীলন ক্যাম্পে ডাক পেয়েছেন অভিজ্ঞ ব্যাটসম্যান জহুরুল ইসলাম।

ছুটি নেয়ায় এই ক্যাম্পে তামিম ইকবাল থাকছেন না। টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসর নিলেও ক্যাম্পে থাকবেন ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন সুর্তজা।  

হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ে মাশরাফি গত মাসের শেষ দিকে শ্রীলঙ্কা সফরে যেতে পারেননি। শুধু নিজেকে ঝালিয়েই নেবেন তিনি। যেহেতু এ বছর বাংলাদেশ দলের আর কোনো ওয়ানডে নেই তাই তাকে ফিরতে হবে ডিসেম্বরের বিপিএল দিয়ে।

বাংলাদেশ দলের কন্ডিশনিং ক্যাম্প শুরু হবে ১৯ আগস্ট। প্রথম চার দিন ক্রিকেটাররা শুধু ফিটনেস নিয়েই কাজ করবেন।

বাংলাদেশ প্রাথমিক দল: লিটন দাস, সৌম্য সরকার, ইমরুল কায়েস, সাদমান ইসলাম, জহিরুল ইসলাম, মুশফিকুর রহিম, মুমিনুল হক, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, মিঠুন, মোসাদ্দেক হোসেন, সাব্বির রহমান, আফিফ হোসেন, মাশরাফি বিন মুর্তজা, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন, শফিউল ইসলাম, ফরহাদ রেজা, আবু জায়েদ, আবু হায়দার, তাইজুল ইসলাম, মেহেদী মিরাজ, আরিফুল হক, ইয়াসির আলী, নাজমুল হোসেন, সাইফ হাসান, নাঈম শেখ, নাঈম হাসান, শহিদুল ইসলাম, শফিকুল ইসলাম, ইয়াসিন আরাফাত, মেহেদী হাসান ও আমিনুল ইসলাম।


আরো সংবাদ



premium cement
আমেরিকার সন্ত্রাসবাদের তালিকাভুক্ত হওয়ায় ইয়েমেনের আনসারুল্লাহ’র প্রতিক্রিয়া দেশের সুবিধা বঞ্চিত শিশুকে আমরা সম্পদ হিসেবে গড়ে তুলব : দেলাওয়ার হোসেন আ’লীগকে রাজনৈতিক ব্ল্যাঙ্ক চেক দিতে চায় বিএনপি : হাসনাত আব্দুল্লাহ মিয়ানমারের বিদ্রোহীদের সাহায্য করছে যে ‘তরমুজ‘ গুপ্তচররা পটুয়াখালীতে আজহারীর মাহফিল ২৫ জানুয়ারি, ব্যাপক প্রস্তুতি বনশ্রীর স্কুল অফ দ্য নেশনে অনুষ্ঠিত হলো পিঠা উৎসব সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি-জামায়াতপন্থী পূর্ণপ্যানেল জয়ী হারানো সম্মান, চাকরি ও ক্ষতিপূরণ চান মুক্তিপ্রাপ্ত বিডিআর সদস্যরা বিএনপি মহাসচিবের দাবি আরেকটা ১/১১ এর ইঙ্গিত : উপদেষ্টা নাহিদ ভোরের কাগজ খুলে দেয়ার দাবিতে কর্মীদের অবস্থান কর্মসূচি মালয়েশিয়ায় ৭১ বাংলাদেশীসহ ১৭৬ অভিবাসী আটক

সকল