২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

হাসান আলির হবু ভারতীয় স্ত্রী এরোনটিক্যাল ইঞ্জিনিয়ার

হাসান আলির হবু ভারতীয় স্ত্রী এরোনটিক্যাল ইঞ্জিনিয়ার - ছবি : সংগৃহীত

সানিয়া-শোয়েবের পর শামিয়া-হাসান৷ সীমান্তের কাঁটাতারের বেড়া ঢিংয়ে আরো এক পাকিস্তানি ক্রিকেটারকে বিয়ে করতে চলেছেন ভারতীয় নারী৷ হরিয়ানার মেয়ে শামিয়া আরজুর সঙ্গে পাকিস্তানি পেসার হাসান আলির বিয়ের খবর প্রকাশিত হয়েছিল আগেই৷ কিন্তু একথা এতদিন স্বীকার করে নিচ্ছিলেন না আলি৷ তবে শুক্রবার নিজের শহর গুজরানওয়ালায় সংবাদ সম্মেলনে শামিয়ার সঙ্গে তার বিয়ের কথা স্বীকার করেন নেন পাকিস্তানি ক্রিকেটার৷

ফলে সানিয়া মির্জার পর পাকিস্তানি ক্রিকেটারের সঙ্গে জীবন কাটানোর ইচ্ছেপূরণ হতে চলেছে আরো এক ভারতীয় মহিলার৷ ২০ অগস্ট দুবাইয়ের দুবাইয়ের অ্যাটলান্টিস পালাম হোটেল হাসান-শামিয়ার বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হবে৷ এদিন হাসান বলেন, ‘আমার পরিবার চেয়েছিল, বিয়ে আগে আমাদের সম্পর্কের কথা যেন কেউ না-জানে৷ কিন্তু মিডিয়ায় খবর প্রকাশিত হওয়ার পর আমাদের বিয়ের খবর সরকারিভাবে জানানোর সিদ্ধান্ত নিই৷’

ইংল্যান্ড ও ওয়েলসের মাটিতে সদ্যসমাপ্ত বিশ্বকাপ খেলা পাকিস্তানি পেসার আলির সঙ্গে পরিণয় সুত্রে আবদ্ধ হবেন ভারতের শামিয়া৷ হরিয়ানার মেওয়াত জেলায় জন্ম শামিয়ার পড়াশোনা ইংল্যান্ডে৷ এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্রী শামিয়া বর্তমান দুবাইয়ে কর্মরত৷ এমিরেটস এয়াইলাইন্সের ফ্লাইট ইঞ্জিনিয়র হলেন শামিয়া৷ এর আগে জেট এয়ারওয়েজে কাজ করেছেন তিনি৷
পাকিস্তানি ক্রিকেটারের সঙ্গে তার ছেলের বিয়ের খবরের সত্যতা আগেই স্বীকার করেছেন শামিয়ার বাবা লিয়াকত আলি৷ বিয়ে উপলক্ষে পরিবারের ১০ জন সদস্য ১৭ অগস্ট দুবাই উড়ে যাচ্ছেন বলেও জানিয়েছেন তিনি৷

নিজের বিয়ে নিয়ে আলি আরো বলেন, ‘আমাদের বিয়ে হবে অগস্টের ২০ তারিখ৷ এর তিন মাস পর রুখসতি৷ বিয়ের পর আমরা গুজরানওয়ালাতেই থাকব৷’ পাশাপাশি বিয়েতে তাদের পোশাক নিয়ে পাকিস্তানি পেসার বলেন, ‘আমি পরব কালো-লাল রঙের শেরওয়ানি সুট এবং শামিয়া পরবে ভারতীয় ড্রেস৷’

হাসান হলেন চতুর্থ পাকিস্তানি ক্রিকেটার, যিনি ভারতীয় মহিলাকে বিয়ে করতে চলেছেন৷ এর আগে জাহির আব্বাস, মহসিন খান ও শোয়েব মালিক ভারতীয় মহিলার সঙ্গে পরিণয় সুত্রে আবদ্ধ হয়েছেন৷ সর্বশেষ এপ্রিল, ২০১০ সাবেক পাকিস্তানি অধিনায়ক শোয়েব মালিককে বিয়ে করেন ভারতী টেনিস তারকা সানিয়া মির্জা৷ এর আগে আটের দশকে সাবেক পাক অধিনায়ক জাহির আব্বাস বিয়ে করেন ভারতের রীতা লুথরাকে এবং তার পর মহসিন খান জীবনসঙ্গী হিসেবে বেছে নেন বলিউড অভিনেত্রী রীনা রয়৷ তবে বিয়ের কয়েক বছরের মধ্যেই ছাড়াছাড়ি হয়ে যায় মহসিন ও রীনার মধ্যে৷

 


আরো সংবাদ



premium cement