কাউন্টিতে শীর্ষে বাবর আজম
- নয়া দিগন্ত অনলাইন
- ০১ আগস্ট ২০১৯, ১৭:১৫, আপডেট: ০১ আগস্ট ২০১৯, ১৮:৪৮
বিশ্বকাপে ছিলেন দলের সেরা ব্যাটসম্যান। ব্যাট হাতে ছুটিয়েছেন রানের ফুলকি। বিশ্বকাপের পর আর ব্যাটকে রেস্টে থাকতে দেননি বাবর আজম। গায়েও লাগননি স্বস্তির হাওয়া। বল পেটানো যার নেশা, তাই অন্য দিকে না গিয়ে ব্যাট হাতে মাঠেই থাকলেন তিনি।
তবে আপাতত জতীয় দলের কোনো খেলা না থাকায়, ইংলিশ টি-টোয়েন্টি কাউন্টি লিগে ডাক পাওয়া বাবার আজম তার দল সামারসেটের হয়ে মাতাচ্ছেন আসর।
এই পাকিস্তানী ব্যাটসম্যান এখন পর্যন্ত সামারসেটের হয়ে খেলেছেন ৪টি ম্যাচ। তাতেই চলমান কাউন্টিতে এখন পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় বাবর উঠে এসেছেন শীর্ষে।
৭৩.৩৩ গড়ে ৪ ম্যাচে সংগ্রহ করেছেন ২২০ রান। প্রথম ম্যাচে গ্র্যামারগনের বিপক্ষে তার উইলো থেকে আসে ৩৫ রান। দ্বিতীয় ম্যাচেও বেশ ভালো করতে পারেননি পাকিস্তানী। ৭ রান করে কেন্টের বিপক্ষে সাজঘরে ফেরেন। কিন্তু পরের দুই ম্যাচে বাবর ফেরেন তার চেনা রূপে। তৃতীয় ম্যাচে হ্যাম্পশায়ারের বিপক্ষে খেলেন অপরাজিত ৯৫ রানের এক দুর্দান্ত ইনিংস। চতুর্থ ম্যাচে সাসেক্সের বিপক্ষে করেন ৮৩ রান।
সদ্য শেষ হওয়া ২০১৯ বিশ্বকাপেও বাবরের ব্যাট ছিলো প্রাণবন্ত। ৮ ইনিংসে করেন ৪৭৪ রান। যা পাকিস্তানের বিশ্বকাপ ইতিহাসে এক আসরে সর্বোচ্চ রান।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা