ওপেনারদের দৃঢ়তায় ভালো সূচনা ভারতের
- নয়া দিগন্ত অনলাইন
- ০২ জুলাই ২০১৯, ১৬:১০, আপডেট: ০২ জুলাই ২০১৯, ১৬:২৪
পাওয়ার প্লের প্রথম ১০ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৬৯ রান তুলে দারুণ সূচনা করল ভারত। রোহিত শার্মা (৩৯) ও লোকেশ রাহুল (২৮) রান নিয়ে ব্যাট করছেন।
আইসিসি ক্রিকেট বিশ্বকাপের ৪০তম ম্যাচে বার্মিংহামে ভারতের বিপক্ষে টস হেরে ফিল্ডিং করছে বাংলাদেশ। সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে হলে এ ম্যাচে জয়ের কোন বিকল্প নেই বাংলাদেশের সামনে। উভয় দলের জন্যই এটা অস্টম ম্যাচ। আগের ছয় ম্যাচের পাঁচটিতে জয়ী এবং একটিকে পরাজিত হয়ে ১১ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে আছে ভারত। পক্ষান্তরে সাত ম্যাচের তিনটিতে জয় এবং একটি পরিত্যক্ত হওয়ায় সাত পয়েন্ট নিয়ে সপ্ত স্থান আছে বাংলাদেশ। উভয় দলেরই আজকের পর একটি করে ম্যাচ বাকি আছে। যেখানে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান এবং ভারতের প্রতিপক্ষ উপমহাদেশের আরেক দল শ্রীলংকা।
বাংলাদেশ দলের জন্য দু:সংবাদ হচ্ছে মাহমুদুল্লা ইনজুরি থেকে সুস্থ হয়ে ওঠেননি। তাই তার পরিবর্তে সেরা একাদশে সুযোগ পেয়েছেন সাব্বির রহমান।
ভারতীয় দলে পরিবর্তন এসেছে দুটি। স্পিনার কুলদীপ যাদবেন পরিবর্তে নেয়া হয়েছে পেসার ভুবনেশ্বর কুমারকে। কেদার যাদবের পরিবর্তে এসেছেন দিনেশ কার্তিক।
বাংলাদেশ দল : মুশফিকুর রহিম, লিটন দাস, সৌম্য সরকার. মাশরাফি বিন মর্তুজা(অধিনায়ক), সাকিব আল হাসান(সহ-অধিনায়ক), মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ সাইফ উদ্দিন, মোসাদ্দেক হোসেন, সাব্বির রহমান, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান।
ভারত দল : বিরাট কোহলি(অধিনায়ক), রোহিত শর্মা, ঋষভ পন্থ, জসপ্রিত বুমরাহ, যুজবেন্দ্রা চাহাল, এমএস ধোনি, দিনেশ কার্তিক, ভুবনেশ্বর কুমার, মোহাম্মদ সামি, হার্ডিক পান্ডিয়া, কেএল রাহুল।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা