এখন পর্যন্ত বিরাট থেকে বাবরই সেরা
- নয়া দিগন্ত অনলাইন
- ২৮ জুন ২০১৯, ১৮:৩০
বাবর আজম পাকিস্তান ক্রিকেটে সময়ের অন্যতম একজন প্রতিভাবান ক্রিকেটার তাতে কোনো সন্দেহ নেই। যাকে বর্তমান সময়ে বিশ্ব ক্রিকেটের সেরা ব্যাটম্যান বিরাট কোহলির সাথেও তুলনা করতে দ্বিধা করছেন না বিশ্লষকরা। যদিও মনে করেন বিরাটের সমতূল্য তিনি নন। তবে ক্রিকেটীয় খেলায় মনে-প্রাণে বিরাটকে আইডল মানেন এই ব্যাটসম্যান।
তবে বিস্ময়কর বিষয় হচ্ছে, ২৪ বছর বয়সী বাবর তার ক্যারিয়ারে ৭০টি ওডিআই ম্যাচে ৬৮ ইনিংস ব্যাট করছেন। কিন্তু ব্যাট হাতে যত ইনিংস এবং রান করেছেন তা বিরাটকে এই পর্যন্ত তিনি ছাড়িয়ে গেছেন। ২৬ জুন বিশ্বকাপের ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে দারুণ এক সেঞ্চুরি হাঁকিয়ে স্পর্শ করেছেন ৩ হাজার রানের মাইলফলক। ৩ হাজার রান পূর্ণ করা পর্যন্ত তিনি কোহলিকে ফেলেছেন পিছনে। বাবর আজম ক্যারিয়ারের এক হাজার রান পূর্ণ করতে খেলেন ২১ ইনিংস। যেখানে বিরাট কোহলি এক হাজার রান করতে খেলেছেন বাবরের চেয়ে তিন ইনিংস বেশি। অর্থাৎ ২৪ ইনিংস খেলতে হয়েছে বিরাটকে। দুই হাজার রানের মাইলফলক স্পর্শ করতে বাবর আজম খেলেছেন ৪৫ ইনিংস। সেখানে ভারতীয় রান মেশিন বিরাট কোহলি তার থেকে আট ম্যাচ বেশি খেলে ৫৩ ইনিংস দুই হাজার রান করেন। বিশ্বকাপের ম্যাচে ২৬ জুন নিউজিল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত এক সেঞ্চুরি হাঁকিয়ে ৬৮ ইনিংসে স্পর্শ করেছেন ৩ হাজার রানের মাইলফলক। সেখানে তিন হাজার রানের মাইলফলক স্পর্শ করতে বিরাট খেলেছেন ৭৫ ইনিংস।
তবে বিশ্লেষকরা মনে করেন, বাবর যদি তার পারফরম্যান্স ধরে রাখতে পারেন, তাহলে তিনি বাবরের সমকক্ষ হবেন।দেকঅর বিষয় পাকিস্তানী গ্রেট ভারতীয় গ্রেটের পিছনে কতদূর যেতে পারেন।
এএলএমটি
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা