১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১, ৯ রজব ১৪৪৬
`

সরকারি কর্মকর্তাকে ব্যাট দিয়ে পেটালেন বিজেপি এমপি

-

সাংবাদিকদের সামনেই এক সরকারি কর্মকর্তাকে ব্যাট দিয়ে বেধড়ক পেটালেন ভারতীয় রাজ্য মধ্যপ্রদেশের সরকার দলীয় এমপি আকাশ বিজয়বর্গীয়। বুধবার ইন্দোরে এই ঘটনা ঘটে। আকাশ বিজেপির সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয় ছেলে।

ঘটনার দিন অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে গিয়েছিলেন পৌরসভার ওই কর্মকর্তা। সেই সময়েই রাজ্য বিধানসভার এমপি আকাশের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। ওই কর্মকর্তাকে শাসাতেও দেখা যায় আকাশকে। পাঁচ মিনিটের মধ্যে সেখান থেকে চলে না গেলে পরের ঘটনার দায় ওই কর্মকর্তাকেই নিতে হবে — এমন কথাও বলতে থাকেন তিনি।

এর পরই কর্মকর্তার দিকে ব্যাট নিয়ে তেড়ে যান কৈলাস বিজয়বর্গীয়র ছেলে। পেটাতে থাকেন তাকে। গোটা ঘটনাটি সাংবাদিকদের ক্যামেরায় ধরা পড়েছে। ‘গুন্ডাগিরি’র এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই তীব্র সমালোচনার ঝড় উঠেছে। সরগরম হয়ে উঠেছে মধ্যপ্রদেশের রাজ্য-রাজনীতিও।

ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে, জনপ্রতিনিধি হয়ে কিভাবে এক জন সরকারি কর্মকর্তার গায়ে হাত তোলার সাহস দেখালেন ওই বিজেপি বিধায়ক!

যদিও এই ঘটনার জন্য পৌরসভার কর্মকর্তাকেই দায়ী করছেন বিজেপি নেতা হিতেশ বাজপেয়ী। তিনি বলেন, ‘ওই অফিসার ঘুষ চাইছিলেন। আকাশ তার প্রতিবাদ করেন। তখনই এই ঘটনা ঘটেছে।’ পাশাপাশি, তিনি এটাও বলেন, ব্যাট দিয়ে মারার জন্য আকাশকে জেলে ভরতে পারেন; কিন্তু যে অফিসার ঘুষ চাইল তাঁর কী শাস্তি হবে?

আকাশের দাবি, ওই কর্মকর্তা এক মহিলাকে গালিগালাজ করছিলেন। তার হাত ধরে টানাটানিও করছিলেন। এই ঘটনা দেখার পর প্রচণ্ড রাগ হয়েছিল। সেই রাগের বশেই এমন কাজ করে ফেলেছেন তিনি।

এ দিকে, সহকর্মীকে মারার ঘটনায় বিক্ষোভ দেখান পৌর দফতরের কর্মীরা। ক্ষোভে কাজ বন্ধ করে দেন। সেই সঙ্গে আকাশের শাস্তির দাবিও জানিয়েছেন তারা। ইন্ডিয়ান এক্সপ্রেস ও আনন্দবাজার


আরো সংবাদ



premium cement
আটক সাবেক ওসির থানা থেকে পলায়ন, বর্তমান ওসি প্রত্যাহার নাইক্ষ্যংছড়িতে অস্ত্র বিক্রির সময় কিশোর আটক, অস্ত্র উদ্ধার চট্টগ্রামে ছাত্র আন্দোলনে হামলায় গ্রেফতার ২ বিভেদের রাজনীতি বাদ দিয়ে জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে : সেলিম উদ্দিন ঢাকা জেলা উত্তর ছাত্রশিবিরের সভাপতি সুফিয়ান, সেক্রেটারি রাকিব গাজায় ২০ জানুয়ারির আগেই যুদ্ধ সমাপ্তির আশা হামাসের ক্রীড়াঙ্গনে অরাজনৈতিক ঐক্য দরকার : মির্জা ফখরুল গাজায় নিহত প্রকাশিত সংখ্যার চেয়ে ৪০ শতাংশ বেশি : ল্যানচেট টেকনাফ মহাসড়কে মিনিট্রাক-অটোরিকশা সংঘর্ষে ১ যুবক নিহত, আহত ৩ হানিফ সংকেতের ‘ইত্যাদি’ অনুষ্ঠানে ভাঙচুর-মারামারি সমাজে ইনসাফ ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করাই জামায়াতের উদ্দেশ্য : রফিকুল ইসলাম

সকল