২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

এমন মোটা আর আনফিট ক্যাপ্টেন দেখিনি, ওর পেট বেরিয়ে আসছে : সরফরাজকে শোয়েব 

শোয়েব আখতার ও সরফরাজ - ছবি : সংগ্রহ

হতশ্রী হারের পর তীব্র সমালোচনার শিকার হচ্ছে পাকিস্তান দল। এবার পাকিস্তান অধিনায়ককে একহাত নিলেন সে দেশের সাবেক কিংবদন্তি স্পিডস্টার শোয়েব আখতার। সরফরাজ আহমেদকে ধুয়ে দিলেন রাওয়ালপিণ্ডি এক্সপ্রেস।

পাকিস্তানি সাংবাদিক সাজ সাদিক টুইট করেছেন ম্যাচের পর শোয়েবের প্রতিক্রিয়া। শোয়েব জানিয়েছেন, “সরফরাজ যখন টস করতে এলো তখনই দেখেছি ওর পেটে বেরিয়ে আসছে। আর মুখটাও অত্যন্ত মোটা লাগছে। আমি এরকম আনফিট ক্য়াপ্টেন এই প্রথম দেখলাম। ওতো নড়তে-চড়তেই পারছে না। উইকেট কিপিং করতে গিয়ে ধুঁকছিল।”

শোয়েব তার নিজের টুইটার হ্যান্ডেল থেকে ম্যাচের পর লিখেছিলেন, “বাকরুদ্ধ”। তারপর যদিও শোয়েব দ্বিতীয় টুইটে পাকিস্তানের সমর্থনে পাশে দাঁড়িয়েছেন। গতির জাদুকর লিখলেন, “খেলা শেষ হয়ে গেছে। আমার আবেগ আর ভাবনা থেকেই বলছি। ছেলেগুলোকে সমর্থন করতে হবে। ওরা আমাদের দেশের হয়ে প্রতিনিধিত্ব করছে। পুরো বিশ্বকাপেই আমাদের সমর্থন প্রয়োজন ওদের।”

অন্যদিকে সরফরাজ ম্যাচের পর সংবাদ সম্মেলনে বলেছেন, “আমরা এই ম্যাচটি ভুলে যেতে চাই। আমরা আরো শক্তিশালী হয়ে ফিরে আসব। আমাদের হাতে আরো আটটি ম্যাচ রয়েছে। দলের ওপর পুরো আস্থা রয়েছে। আমরা ভালো পারফর্ম করবই।”
সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস


আরো সংবাদ



premium cement