১৬ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ন ১৪৩০, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

পাঞ্জাবের প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্বকাপের মঞ্চে শাদাব

শাদাব খান। - সংগৃহীত

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের প্রত্যন্ত গ্রাম থেকে মাত্র পাঁচ- ছয় বছরের মধ্যে বিশ্বকাপের মঞ্চে শাদাব খান। ইচ্ছাশক্তি ও অক্লান্ত পরিশ্রম করার ক্ষমতার জন্যই খুব দ্রুত আন্তর্জাতিক মঞ্চে প্রতিষ্ঠা পেয়েছেন এই অল রাউন্ডার। শাদাবের উঠে আসার কাহিনী বেশ রোমাঞ্চকর। পাঞ্জাব প্রদেশ থেকে এর আগে পাকিস্তানের হয়ে খেলে তারকা হয়ে উঠেছিলেন ইমরান খান এবং মিসবাহ উল হক। পাকিস্তান ‘এ’ দলের ইংল্যান্ড সফরের আগে শাদাব খানের প্রশংসা করেছিলেন ইমরান খান। সেটা ২০১৬ সালের ঘটনা। ওই সফরের কিছু দিন আগেই শাদাব বাংলাদেশে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে দারুণ বল করেছিলেন। পেয়েছিলেন ১১টি উইকেট। ইমরানের প্রশংসার পর পাকিস্তান ‘এ’ দলের দরজা স্বভাবতই খুলে গিয়েছিল শাদাবের কাছে। ইংল্যান্ডের মাটিতে ত্রিদেশীয় সিরিজে চমৎকার খেলেছিলেন শাদাব খান। তাই পাকিস্তান দলে ঢুকতে অসুবিধা হয়নি। ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতেও খেলেছিলেন তিনি। ফাইনালে যুবরাজ সিংকে ফিরিয়ে দেন শাদাব রিভিউয়ের মাধ্যমে।

তার ছোট বেলার কোচ সাজাদ বলেছেন, ‘ছোট বেলায় শাদাব রাতে ন’টার মধ্যে ঘুমিয়ে পড়ত। সূর্য ওঠার আগে মাঠে পৌঁছে যেত। শারিরীক কসরৎ একাই করত। আস্তে আস্তে অন্য শিক্ষার্থীরা আসত। দলের প্র্যাকটিস শেষ হয়ে গেলেও ব্যাটিং প্র্যাকটিস করত। এই ভাবেই নিজেকে অলরাউন্ডার হিসাবে প্রতিষ্ঠা করে। আশা করি, ইংল্যান্ডে খেলার সূত্রে এবারের বিশ্বকাপেও ভালো খেলবে শাদাব।’


আরো সংবাদ



premium cement