২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ১৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

বিশ্বকাপ ইতিহাসে যেখানে ইমরান তাহিরই প্রথম

বেয়ারেস্টোকে আউট করার পর ইমরান তাহিরের উল্লাস - ছবি : সংগৃহীত

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের শুরুতেই দুটি চমক। প্রথম চমক দিলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ ডু প্লেসিস- খেলার শুরুতেই বল হাতে তুলে দিলেন লেগ স্পিনার ইমরান তাহিরের হাতে। স্পিনার দিয়ে বোলিং আক্রমণ শুরু করতে অনেক দেশকে দেখা গেলেও দক্ষিণ আফ্রিকা তা খুব একটা করে না; কিন্তু বিশ্বকাপের প্রথম ম্যাচের জন্যই যেন চমকটা জমিয়ে রেখেছিলেন ফাফ। তার সেই চমক দারুণভাবেই কাজে লাগলো।

এটি একটি রেকর্ডও। বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো বোলিংয়ের সূচনা করলেন কোন স্পিনার। এমন নজির বিশ্বকাপে আর কখনো ঘটেনি। সে হিসেবে ইমরান তাহির ইতিহাসের অংশ হয়ে গেলেন।

১৯৭৫ সালে বিশ্বকাপের প্রথম বলটি করেছিলেন ভারতের ডানহাতি পেসার মদন লাল। এরপরের আসরগুলোতে বোলিংয়ের সূচনা করেছেন যথাক্রমে অ্যান্ডি রবার্টস, রিচার্ড হ্যাডলি, ভিনোথেন জন, ক্রেইগ ম্যাকডারমট, ডমিনিক কর্ক, ড্যারেন গাফ, শন পোলক, উমর গুল, শফিউল ইসলাম এবং নুয়ান কুলাসেকারা।

এবার বল হাতে নিয়ে চমক দিলেন ইমরান তাহির। দ্বিতীয় বলেই তুলে নিলেন উইকেট। স্পিনে দিশেহারা হয়ে দলীয় এক রানেরই উইকেট হারালো ইংল্যান্ড। ইংলিশ ব্যাটিংয়ের বড় ভরসা জনি বেয়ারেস্টোকে গোল্ডেক ডাক ধরিয়ে দিয়ে সাজঘরে পাঠিয়েছেন তাহির। প্রথম বলে জো রুট একটি রান নিয়ে প্রান্ত বদল করেন। দ্বিতীয় বলটি খুব একটা যে কঠিন ছিলো তা হয়। অফ স্ট্যাম্পের ওপর পরে বাক নিয়ে বের হয়ে যাচ্ছিল। কিন্তু বেয়ারেস্টো ডিফেন্স করতে গিয়ে বলের লাইনে পৌছেতে পারলেন না। ব্যাটের কোনা ছুয়ে উইকেট রক্ষকের গ্লাভসে জমলো বল। ফলে এবারের বিশ্বকাপের প্রথম উইকেট শিকারি হিসেবে নিজের নাম লেখালেন ৪০ বছর বয়সী ইমরান তাহির।


আরো সংবাদ



premium cement